নেত্রকোণার জফরপুর প্রাথমিকে শতবর্ষ উদযাপন হচ্ছে না

নেত্রকোণার জফরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়টি শতবর্ষে পা দিয়েছে।
নেত্রকোণার জফরপুর প্রাথমিকে শতবর্ষ উদযাপন হচ্ছে না

জেলার কেন্দুয়া উপজেলার জফরপুর গ্রামের ১৯১৮ সালে স্থাপিত স্কুলটি এলাকার প্রাচীনতম স্কুল।   

স্থানীয় সূত্রে জানা যায়, বিদ্যালয়টি যখন প্রতিষ্ঠা হয়েছিল তখন কেন্দুয়া উপজেলায় এই বিদ্যালয়সহ মাত্র দুইটি বিদ্যালয় ছিল। আশেপাশের গ্রামের লোকজনের জন্য এটিই ছিলো একমাত্র বিদ্যাপীঠ।

শিক্ষার্থীরা অনেকদূর থেকে এখানে পড়তে আসত। তারা এখন অনেকেই অনেকেই বেচেঁ নেই। যারা বেচেঁ আছেন তাদের মাঝে কেউ হয়েছেন শিক্ষক কেউ শিক্ষাবিদ আবার কেউ হয়েছেন রাজনীতিবিদ।

আমিও এই স্কুলের একজন প্রাক্তন ছাত্র। এখানেই আমার শিক্ষাজীবনের হাতেখড়ি।   

উপজেলা শিক্ষা অফিসার মোহাম্মদ ইমদাদুল হক হ্যালোকে বলেন, ‘স্কুলের শিক্ষকদের বলেছি, তারা যদি শতবর্ষ উদযাপনের প্রস্ততি নেন, আমরা সার্বিকভাবে সহযোগিতা করতে পারব।’

অন্যদিকে স্কুলের শিক্ষকদের সাথে এ নিয়ে আলোচনা করলে তারা জানান, প্রাক্তন শিক্ষার্থীদের একত্র করতে পারলে অনুষ্ঠান করতে তাদের আপত্তি নাই।

এ সম্পর্কিত খবর

No stories found.

সর্বাধিক পঠিত

No stories found.
bdnews24
bangla.bdnews24.com