Published: 2018-02-08 20:37:22.0 BdST Updated: 2018-02-08 20:37:22.0 BdST
জেলার কেন্দুয়া উপজেলার জফরপুর গ্রামের ১৯১৮ সালে স্থাপিত স্কুলটি এলাকার প্রাচীনতম স্কুল।
স্থানীয় সূত্রে জানা যায়, বিদ্যালয়টি যখন প্রতিষ্ঠা হয়েছিল তখন কেন্দুয়া উপজেলায় এই বিদ্যালয়সহ মাত্র দুইটি বিদ্যালয় ছিল। আশেপাশের গ্রামের লোকজনের জন্য এটিই ছিলো একমাত্র বিদ্যাপীঠ।
শিক্ষার্থীরা অনেকদূর থেকে এখানে পড়তে আসত। তারা এখন অনেকেই অনেকেই বেচেঁ নেই। যারা বেচেঁ আছেন তাদের মাঝে কেউ হয়েছেন শিক্ষক কেউ শিক্ষাবিদ আবার কেউ হয়েছেন রাজনীতিবিদ।
আমিও এই স্কুলের একজন প্রাক্তন ছাত্র। এখানেই আমার শিক্ষাজীবনের হাতেখড়ি।
উপজেলা শিক্ষা অফিসার মোহাম্মদ ইমদাদুল হক হ্যালোকে বলেন, ‘স্কুলের শিক্ষকদের বলেছি, তারা যদি শতবর্ষ উদযাপনের প্রস্ততি নেন, আমরা সার্বিকভাবে সহযোগিতা করতে পারব।’
অন্যদিকে স্কুলের শিক্ষকদের সাথে এ নিয়ে আলোচনা করলে তারা জানান, প্রাক্তন শিক্ষার্থীদের একত্র করতে পারলে অনুষ্ঠান করতে তাদের আপত্তি নাই।
লেগুনা চালকের আসনে কিশোর, ঝুঁকিতে ঢাকার সড়ক (ভিডিওসহ)
রাজধানীতে বিভিন্ন রুটে গণপরিবহন চালাচ্ছে অনেক কিশোর। এতে ঢাকার সড়কে সৃষ্টি হচ্ছে বাড়তি ঝুঁকি।
বন্ধুত্বের আরেক নাম বই দিবস
স্পেনের লেখক ভিসেল ক্লাভেল আন্দ্রেসের কাছ থেকে প্রথম বিশ্ব বই দিবসের মূল ধারণাটি আসে।
সিরাজগঞ্জে শিশুদের শপথ গ্রহণ
সিরাজগঞ্জ জেলার শিক্ষার্থীদের শপথবাক্য পাঠ করানো হয়েছে।