নেত্রকোণায় ওয়ানগালা উৎসব (ভিডিওসহ)

নেত্রকোণার কলমাকান্দায় গারো জনজাতির নবান্ন উপলক্ষে ওয়ানগালা উৎসব হয়েছে।
নেত্রকোণায় ওয়ানগালা উৎসব (ভিডিওসহ)

সম্প্রতি বিরিশিরি ক্ষুদ্র নৃ-গোষ্ঠি কালচারাল একাডেমির আয়োজনে নলছাপ্রা উচ্চ বিদ্যালয় মাঠে এই উৎসব হয়।

‘বর্ণিল বৈচিত্রে সংস্কৃতিবাক্সময়’ এই প্রতিপাদ্য নিয়ে এবারের উৎসব উদযাপন হয়।

বৃহত্তর ময়মনসিংহের গারো নারী-পুরুষের পাশাপাশি বাঙালি ও ক্ষুদ্র নৃ গোষ্ঠীর মানুষের মিলন মেলায় পরিণত হয় এ উৎসব।

সকালে উৎসবের উদ্বোধন করেন, প্রধান অতিথি ও সাবেক পররাষ্ট্র মন্ত্রী, দীপুমণি।

তিনি বলেন, ‘ওয়ানগালার মতো অনুষ্ঠান সাংস্কৃতিক চেতনা বিকাশে দৃঢ় ভূমিকা রাখবে। সরকার ক্ষুদ্র নৃ গোষ্ঠীর সাংস্কৃতিকসহ জীবনমান উন্নয়নে কাজ করছে।”

উৎসবে দেশের বিভিন্ন স্থানের গারো শিল্পীদের নিয়ে সাংস্কৃতিক অনুষ্ঠান হয়।

এ সম্পর্কিত খবর

No stories found.

সর্বাধিক পঠিত

No stories found.
bdnews24
bangla.bdnews24.com