সরস্বতী আরাধনার প্রস্তুতি (ভিডিওসহ)

নেত্রকোণায় সরস্বতী পূজাকে সামনে রেখে ব্যস্ত দিন পার করছেন প্রতিমা শিল্পীরা।
সরস্বতী আরাধনার প্রস্তুতি (ভিডিওসহ)

সম্প্রতি শহরের সাতপাই এলাকার কয়েকজন প্রতিমা শিল্পীর সঙ্গে কথা হয় হ্যালোর।

কথা হয় সুবল পাল নামে একজনের সঙ্গে। তিনি শহরের নৃসিংহ জিউর আখড়া প্রাঙ্গণে প্রতিমা তৈরি করেন।

তিনি বলেন, “এই শেষ সময়ে রাত দিন কাজ করেও প্রতিমার চাহিদা মেটাতে হিমশিম খাচ্ছি।”

আরেক প্রতিমা শিল্পী বকুল চন্দ্র পাল বলেন, “বিক্রি ভালো হচ্ছে। আড়াইশ টাকা থেকে ১৫ হাজার টাকা পর্যন্ত প্রতিমা বিক্রি করছি।”

কারিগর শংকর পাল বলেন, “প্রতিমা তৈরিতে বাঁশ, বন, সুতলি, লোহা, মাটি, রঙের প্রয়োজন হয়।”

জেলা হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি সিতাংশু বিকাশ আচার্য্য জানান, জেলায় এবার ১০ হাজার পূজার আয়োজন করা হচ্ছে।

জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি মঙ্গল চন্দ্র সাহা রায় বলেন, পূজা মণ্ডপ প্রাঙ্গণগুলিতে সাংস্কৃতিক পরিবেশনা, আরতি ও প্রসাদ বিতরণসহ বিভিন্ন আয়োজন থাকছে।

এ সম্পর্কিত খবর

No stories found.

সর্বাধিক পঠিত

No stories found.
bdnews24
bangla.bdnews24.com