শীতের সঙ্গে বাড়ছে রোগ (ভিডিওসহ)

শীতের প্রকোপ বেড়ে যাওয়ায় সাতক্ষীরায় শিশুদের ঠাণ্ডাজনিত রোগ-বালাই বেড়েছে।
শীতের সঙ্গে বাড়ছে রোগ (ভিডিওসহ)

সদর হাসপাতাল সূত্রে জানা যায়, কোল্ড ডায়রিয়া, শ্বাসকষ্ট, নিউমোনিয়াসহ নানা রোগে আক্রান্ত হচ্ছে শিশুরা। রোগীর ভিড় সামাল দিতে হিমশিম খাচ্ছে হাসপাতাল কর্তৃপক্ষ।

গত এক সপ্তাহে সাতক্ষীরা সদর ও শিশু হাসপাতাল মিলে দুই শতাধিক শিশু ভর্তি হয়েছে।

একই সময়ে বর্হিবিভাগে প্রতিদিন ৫০ থেকে ৬০ জন করে শিশুর চিকিৎসা দেওয়ার কথা জানায় হাসপাতাল কর্তৃপক্ষ।

এছাড়া হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় এক শিশুর মৃত্যু হয়েছে বলেও জানা যায়।

সাতক্ষীরা সদর হাসপতালের সিনিয়র স্টাফ নার্স মহসেনা খাতুন হ্যালোকে বলেন, “সাধ্যমত সেবা দেওয়া হচ্ছে।”

সাতক্ষীরা শিশু হাসপাতালের শিশু বিশেষজ্ঞ ডা. আব্দুর রাজ্জাক বলেন, “শীতের প্রকোপেই বেড়েছে শিশুদের রোগ। এসব রোগ থেকে রেহাই পেতে ওদের সব সময় গরম কাপড় পরানোর পরামর্শ দেন।”

এ সম্পর্কিত খবর

No stories found.

সর্বাধিক পঠিত

No stories found.
bdnews24
bangla.bdnews24.com