উন্নয়ন মেলায় শিক্ষার্থীদের উপস্থিতি বেশি

বাংলাদেশে তৃতীয়বারের মতো প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভিডিও কনফারেন্সের মাধ্যমে উন্নয়ন মেলা- ২০১৮ উদ্বোধন করেন।
উন্নয়ন মেলায় শিক্ষার্থীদের উপস্থিতি বেশি

এ উপলক্ষে সিরাজগঞ্জ জেলার উপজেলা প্রশাসন, কামারখন্দ উপজেলা চত্বরে ১১, ১২, ১৩ জানুয়ারি আয়োজন করে উন্নয়ন মেলার।

মেলায় বেশি দেখা যায় শিক্ষার্থীদের। প্রত্যেকটি স্টলে শিক্ষার্থীদের সংখ্যা ছিল উল্লেখযোগ্য। তাদের কাছে সবচেয়ে আকর্ষণীয় ছিল, ‘উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস'-এর স্টল, বলে জানায় তারা।

উন্নয়ন মেলার সভাপতি এবং উপজেলা নির্বাহী কর্মকর্তা বলেন, ‘উন্নয়ন মেলায় শিক্ষার্থীরা এত বেশি থাকবে আমি তা কল্পনাও করিনি। ওরা আসুক এবং দেখুক নিজ উপজেলার কতটুকু উন্নয়ন হয়েছে, কতটা সুন্দর হয়েছে।

‘আজ তাদের অংশগ্রহণে বুঝলাম, আসলেই তারা নিজ উপজেলাকে ভালোবাসে। তাই আমার পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা জানাই। আশা করি এরা একদিন দেশের গর্ব হবে।’

মেলায় উপস্থিত শিক্ষার্থী মাহমুদা বলেন, ‘উন্নয়ন মেলায় এসে আমি খুব খুশি। উপজেলার উন্নয়ন আসলে কতটুকু হয়েছে, জানলাম এখানে এসে।’

শিক্ষক কাছিদা খাতুন বলেন, ‘উন্নয়ন মেলাতে এতো শিক্ষার্থী আসবে তা ভাবতে পারিনি। অন্য বছরের চেয়ে এ বছর শিক্ষার্থীর সংখ্যা অনেক বেশি। তাছাড়া কিছু শিক্ষার্থীকে কিশোর বাতায়নের সদস্য করা হলো। আশা করি আগামী উন্নয়ন মেলায় আরেও বেশি শিক্ষার্থী আসবে।’  

স্টলে স্টলে প্রজেক্টরের মাধ্যমে নিজেদের কাজগুলি দেখায়। আর সেসব উপস্থাপনার মাধ্যমে উপজেলার কী উন্নয়ন সাধিত হয়েছে তা দেখানো হয়। উপজেলার সব স্তরের অফিস, শিক্ষা প্রতিষ্ঠান এবং বিভিন্ন মন্ত্রাণালয়ের মোট ২৭ টি স্টল হয়।   

শেষদিন শিশুরা সাংস্কৃতিক অনুষ্ঠান পরিচালনা করে। সেখানে দেশের উন্নয়ন নিয়ে জারি গান, দেশগান, নৃত্য পরিবেশন, উন্নয়ন মূলক নাটক ও কৌতুক পরিবেশিত হয়।

এ সম্পর্কিত খবর

No stories found.

সর্বাধিক পঠিত

No stories found.
bdnews24
bangla.bdnews24.com