তরুণদের চেষ্টায় পথশিশুদের স্কুল (ভিডিওসহ)

বগুড়া শহরের বিভিন্ন স্কুল কলেজের শিক্ষার্থীদের উদ্যোগে গড়ে উঠেছে পথশিশুদের জন্য স্কুল ‘আলোর দিশারী।’
তরুণদের চেষ্টায় পথশিশুদের স্কুল (ভিডিওসহ)

সম্প্রতি সরেজমিনে জানা যায়, স্কুলে পড়ালেখার পাশাপাশি নাচ, গান, আবৃত্তি ও অভিনয় শেখানো হয়। এছাড়া প্রাক প্রাথমিকের শিক্ষা শেষ হলে প্রাথমিকে ভর্তির দায়িত্বও নেয় স্বেচ্ছাসেবীরা।   

শিশুদের সঙ্গে কথা হলে তারা জানায়, এখানে পড়তে এসে তারা আনন্দিত।

২০১৪ সালে স্থাপিত স্কুলটির নেই কোনো নিজস্ব জায়গা, শ্রেণিকক্ষ, নেই চেয়ার-টেবিল-বেঞ্চ, নেই কোনো ছাউনি।

জেলার এডওয়ার্ড পৌর পার্কের একটি বাগানের ভেতরে চলে পাঠদান কার্যক্রম।

এখানে প্রায় ৫০ জন পথশিশু লেখাপড়া করে বলে বিদ্যালয় সূত্রে জানা যায়।

এ সম্পর্কিত খবর

No stories found.

সর্বাধিক পঠিত

No stories found.
bdnews24
bangla.bdnews24.com