ঝালকাঠিতে তীব্র শীতে বাড়ছে শিশু রোগী (ভিডিওসহ)

সপ্তাহ ধরে চলা শৈত্য প্রবাহে অসুস্থ হয়ে পড়ছে শিশুরা।
ঝালকাঠিতে তীব্র শীতে বাড়ছে শিশু রোগী (ভিডিওসহ)

ঝালকাঠি সদর হাসপাতালে গিয়ে জানা যায়, শিশুরা নিউমোনিয়া ও বয়স্ক রোগীরা শ্বাসকষ্টে ভুগছে।

দেড় মাস বয়সী এক শিশুর মা বলেন, “খুব ঠাণ্ডা লেগেছিল। তাই এখানে ভর্তি করেছি।”

আরেক অভিভাবক বলেন, তার শিশুর ইউমোনিয়া হয়েছে।

সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডাক্তার মো. গোলাম ফরহাদ বলেন, “এখানে পর্যাপ্ত চিকিৎসা সেবার ব্যবস্থা রয়েছে।”

তিনি অভিভাবকদের সচেতন থাকতে বলেন। শিশুদের সব সময় গরম কাপড় পরিয়ে রাখার পাশাপাশি ঠাণ্ডা লেগে শ্বাসকষ্ট হলে সাথে সাথে হাসপাতালে ভর্তির পরামর্শ দেন।

এ সম্পর্কিত খবর

No stories found.

সর্বাধিক পঠিত

No stories found.
bdnews24
bangla.bdnews24.com