ঝুঁকিপূর্ণ ভবনেই চলছে শিশু একাডেমীর ক্লাস (ভিডিওসহ)

বেহাল ভবনেই ঝুঁকি নিয়ে চলছে শেরপুর জেলা শিশু একাডেমীর কার্যক্রম।
ঝুঁকিপূর্ণ ভবনেই চলছে শিশু একাডেমীর ক্লাস (ভিডিওসহ)

সরেজমিনে দেখা যায়, এই জরাজীর্ণ ভবনেই ক্লাস করছে শিশু বিকাশ, প্রাক প্রাথমিক, সঙ্গীত, নৃত্য, চিত্রাঙ্কন ও আবৃত্তি বিভাগের শিক্ষার্থীরা। এছাড়া রয়েছে শ্রেণি সংকটও।

অভিভাবকদের সঙ্গে কথা হলে একজন বলেন, “ছেলেটাকে স্কুলে পাঠিয়ে স্বস্তি পাই না।”

আরেকজন বলেন, “বিল্ডিং এ বর বড় ফাটল। আর বর্ষাকালে অবস্থা তো করুণ। বৃষ্টি হলেই ঘরে পানি পড়ে।

“ভয় হয় কখন বিল্ডিংটা পড়ে যায়।”

শিশু শ্রেণির এক শিশু বলে, “আমাদের স্কুল ভাঙা। আমরা নতুন স্কুল চাই।”

এ ব্যাপারে জেলা শিশু বিষয়ক কর্মকর্তা আসলাম খান বলেন, “ভূমি মন্ত্রণালয়ের সঙ্গে পত্র চালাচালি হচ্ছে। আমাদের শিশু একাডেমীর জায়গার ব্যবস্থা করে দিলেই নতুন ভবন হবে।”

জেলা প্রশাসক (সার্বিক) এ টি এম জিয়াউল হক বলেন, “শিশুরা যাতে নিজেদের একটি ভবন পায় সেজন্য আমরা পদক্ষেপ নিয়েছি। বিষয়টি মন্ত্রণালয়ে নীতি নির্ধারণী পর্যায়ে আছে।”

এ সম্পর্কিত খবর

No stories found.

সর্বাধিক পঠিত

No stories found.
bdnews24
bangla.bdnews24.com