নীলফামারীতে বইমেলা চলছে (ভিডিওসহ)

‘আলো ছড়াতে, আঁধার তাড়াতে বই পড়ি, পাঠাগার পাঠাগার গড়ি’ ধ্বনিতে নীলফামারীতে সাত দিন ব্যাপী বই মেলা চলছে।
নীলফামারীতে বইমেলা চলছে (ভিডিওসহ)

নীলফামারী শহরের বড় মাঠে মালা কেটে ও বেলুন উড়িয়ে মেলার উদ্বোধন করেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী আসাদুজ্জামান নূর।

প্রধান অতিথির বক্তব্যে সংষ্কৃতি মন্ত্রী বলেছেন, “আমরা যদি সন্তানদের হাতে বই তুলে দেই তাহলে তাদের জ্ঞান বাড়বে।

“বই পড়ে সন্তানদের জ্ঞান অর্জন হবে, জ্ঞানী হয়ে তারা প্রকৃত মানুষ হিসেবে গড়ে উঠবে।”

তাই পাঠ্য বইয়ের পাশাপাশি সন্তানদের হাতে সৃজনশীল বই তুলে দিতে অভিভাবকদের প্রতি আহ্বান জানান তিনি।

সংষ্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের পৃষ্ঠপোষকতায় জাতীয় গ্রন্থ কেন্দ্রের উদ্যোগে ও নীলফামারী জেলা প্রশাসনের ব্যবস্থাপনায় আয়োজিত এ মেলায় মোট ৬৯টি প্রকাশনা প্রতিষ্ঠান অংশ নিয়েছে।

মেলায় শিশু-কিশোরদের জন্য কবিতা আবৃত্তি, চিত্রাঙ্কন, হাতের লেখা, কুইজ প্রতিযোগিতা, মুক্তিযুদ্ধ বিষয়ক নাটকসহ সাংস্কৃতিক অনুষ্ঠান রয়েছে।

এ সম্পর্কিত খবর

No stories found.

সর্বাধিক পঠিত

No stories found.
bdnews24
bangla.bdnews24.com