‘শিক্ষাপ্রতিষ্ঠানে সেনেটারি ন্যাপকিন সময়ের দাবি’ (ভিডিওসহ)

সাতক্ষীরার একটি স্কুলে ক্লাস চলাকালে ছাত্রীদের ঋতুস্রাব নিয়ে সমস্যা এড়াতে সরকারিভাবে সেনেটারি ন্যাপকিন সরবরাহের কথা বলেছেন প্রধান শিক্ষক।
‘শিক্ষাপ্রতিষ্ঠানে সেনেটারি ন্যাপকিন সময়ের দাবি’ (ভিডিওসহ)

জেলার বঙ্গবন্ধু পেশাভিত্তিক মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক লায়লা পারভিন সেজুতি বলেন, রাষ্ট্রকেও সহযোগিতার মনোভাব নিয়ে কন্যা শিশুদের পাশে এসে দাঁড়াতে হবে।

তিনি বলেন, 'প্রয়োজনে মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে সরকার সেনেটারি ন্যাপকিন দিয়ে এসব শিশু-কিশোরীদের পাশে দাঁড়াতে পারে। এটি এখন সময়ের দাবি।'

তিনি আরও বলেন, বয়ঃসন্ধির সময়ে অভিভাবকদের আন্তরিকতাপূর্ণ ও সহযোগিতামুলক মনোভাব দরকার।

সমস্যার সময়ে শিক্ষকদের দায়িত্বের কথাও উল্লেখ করেন তিনি। 

এটা বাস্তবায়িত হলে ক্লাসের অনুপস্থিতিসহ স্কুল থেকে ঝরে পড়াও রোধ করা যাবে বলে তিনি মনে করেন।

প্রাথমিকে ততটা দরকার না হলেও, মাধ্যমিক স্কুলগুলিতে এ সরবরাহ জরুরি, বলেন তিনি।

এছাড়াও শিশু-কিশোরীদের সচেতনতা তৈরিতে সততার সাথে তাদের যৌনস্বাস্থ্য নিয়ে আলোচনা করারও পরামর্শ দেন।

 

এ সম্পর্কিত খবর

No stories found.

সর্বাধিক পঠিত

No stories found.
bdnews24
bangla.bdnews24.com