স্টোর দেবে সততার পাঠ

সিরাজগঞ্জে শিশুদের সৎ মানুষ হিসেবে গড়ে তোলার লক্ষ্যে ও জীবনে সততার পথে থাকতে সততা স্টোর উদ্বোধন করা হয়েছে।
স্টোর দেবে সততার পাঠ

জেলার সবুজ কানন স্কুল এন্ড কলেজে বুধবার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক কামরুন নাহার সিদ্দীকা।

অতিথিরা শিক্ষার্থীদের সৎ কাজে উৎসাহ দেন এবং মানুষের জীবনে সততার গুরুত্ব পর্যালোচনা করেন।
এটি এমন একটি স্টোর, যেখানে কোনো মালিক, বিক্রয়কর্মী, এমনকি নজরদারির জন্য নাই কোনো সিসি টিভি ক্যামেরা।

অনুষ্ঠানের সভাপতি প্রধান শিক্ষক শাহনাজ মাহফুজা পারভিন ছাড়াও সহকারী প্রধান শিক্ষক, সহকারী শিক্ষক, শিক্ষার্থীসহ অনেকেই উপস্থিত ছিলেন।

দোকানের তাকে সাজানো আছে কলম, পেনসিল, খাতা, জ্যামিতি বক্স, রাবার, বিস্কুট, চানাচুর, চকোলেটসহ বিভিন্ন শিক্ষাসামগ্রী। পণ্যের গায়ে দাম লেখা আছে। শিক্ষক ও শিক্ষার্থীরা ও অন্যরা সেই দাম দেখে পণ্য নিয়ে নির্ধারিত বাক্সে টাকা রেখে দেবেন নিজ দায়িত্বে। 

স্কুল সূত্রে আরও জানা যায়, প্রতিদিনি স্কুল যতক্ষণ খোলা থাকবে ততক্ষণ এই স্টোরও খোলা থাকবে। শিক্ষার্থীরা যে কোনো প্রয়োজনে শিক্ষক ও শ্রেণি প্রতিনিধিদের সাহায্য নিতে পারবে। 

এ সম্পর্কিত খবর

No stories found.

সর্বাধিক পঠিত

No stories found.
bdnews24
bangla.bdnews24.com