কক্সবাজারে শিশু সাংবাদিক কর্মশালা ও মতবিনিময় সভা (ভিডিওসহ)

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম ও ইউনিসেফের অংশীদারিত্বে তিন দিনব্যাপী শিশু সাংবাদিকদের কর্মশালা ও মতবিনিময় সভা হয়েছে।
কক্সবাজারে শিশু সাংবাদিক কর্মশালা ও মতবিনিময় সভা (ভিডিওসহ)

কক্সবাজার জেলার ইনানীতে একটি হোটেলের কনফারেন্স হলে শুক্রবার সকালে এ কর্মশালার উদ্বোধন হয়।

সভা উপস্থাপন করেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের প্রধান সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী এবং অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইউনিসেফ বাংলাদেশের মুখপাত্র শাকিল ফয়জুল্লাহ।

অনুষ্ঠানের প্রথম দিন সংবাদ, সাংবাদিকতা, ভিডিও ধারণ ও সংবাদ তৈরির কলা-কৌশল নিয়ে হ্যালোর কেন্দ্রীয় প্রতিনিধিরা প্রশিক্ষণ দেন।

শনিবার উখিয়া উপজেলার রোহিঙ্গা শরণার্থী ক্যাম্পে ২০জন শিশু সাংবাদিক নানা ইস্যুতে হাতে কলমে ভিডিওচিত্র ধারণ করে। এতে রোহিঙ্গা নারীও শিশু এবং অন্য শরণার্থীদেরও জীবনযাপন, কষ্ট, প্রাপ্তি-অপ্রাপ্তি, শিক্ষা, পুষ্টি, স্যানিটেশান ও  বিনোদনসহ নানা বিষয় উঠে এসেছে।  

রোববার কর্মশালার শেষ দিনে শিশুসাংবাদিকদের অভিজ্ঞতা বিনিময়ের সভাটি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের ওয়েবসাইট ও ফেইসবুক পেইজে সরাসরি সম্প্রচার করা হয়।

এ সম্পর্কিত খবর

No stories found.

সর্বাধিক পঠিত

No stories found.
bdnews24
bangla.bdnews24.com