বিদ্যালয় মাঠে বর্গা চাষ

টাঙ্গাইলের গোপালপুর উপজেলার মোহনপুর পাবলিক উচ্চ বিদ্যালয় মাঠ চাষের কাজে বর্গা দেওয়া হয়েছে বলে অভিযোগ উঠেছে।
বিদ্যালয় মাঠে বর্গা চাষ

সরেজমিনে বিদ্যালয় মাঠে কালাই চাষ করতে দেখা গেছে।

নাম প্রকাশে অনিচ্ছুক নবম শ্রেণির এক শিক্ষার্থী বলে, ‘স্কুলের ম্যানেজিং কমিটিই টাকার জন্য মাঠ বর্গা দিছে বলেই আমি শুনছি।’  

ষষ্ঠ শ্রেণির ইমরান বলে, ‘আমরা খেলা তো দূরের কথা স্কুলের মাঠে হাঁটতেই পারি না। কালাই বুনে বাঁশের বেড়া দিছে। বন্ধ হয়ে গেছে প্রতিদিনের সমাবেশ।’

রাশেদ হাসান নামের এক অভিভাবক বলেন, ‘পোলাপাইন  খেলাধুলা করলে খারাপ জিনিস থেকে দূরে থাকে। কিন্তু শিক্ষার্থী এখন খেলার সুযোগই পাচ্ছে না।'

বিদ্যালয়ের প্রধান শিক্ষক তোজাম্মেল হককে এ ব্যাপারে জানতে চাইলে তিনি বলেন, ‘ম্যানেজিং কমিটির সাথে আলোচনা করেই  খেলার মাঠ কালাই চাষের জন্য বর্গা দেওয়া হয়ছে।

‘মাঠটি সংস্কারের জন্য এ যাবৎ কোনো বরাদ্দ পাওয়া যায়নি। এজন্যই বর্গা দেওয়া।’

বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি আশরাফুজ্জামান বলেন, ‘বিদ্যালয়ের মাঠটি বন্যার পানিতে ডুবে ছিল। আর এই এলাকার বালু ব্যবসায়ী ও কিছু লোকজন মাঠ দখল করে তাদের পরিবহণ কাজে লাগায়। এতে মাঠ নষ্ট হয়ে যায় তাই মাঠ রক্ষায় প্রাথমিকভাবে মাঠটি বর্গা দেওয়া হয়েছে।’   

গোপালপুর উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোস্তফা কবির বলেন, ‘আমি জেনেছি বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সিদ্ধান্ত অনুযায়ী মাঠ রক্ষার জন্য সাময়িকভাবে মাঠটি নাকি বর্গা দেওয়া হয়েছে। চাষ শেষ হওয়ার পর মাঠে শিক্ষার্থীরা আবার খেলাধুলা  করতে পারবে।’

এ সম্পর্কিত খবর

No stories found.

সর্বাধিক পঠিত

No stories found.
bdnews24
bangla.bdnews24.com