বরিশালে স্কিলস কম্পিটিশন (ভিডিওসহ)

বরিশাল পলিটেকনিক ইনস্টিটিউটে কারিগরি শিক্ষার্থীদের মেধা ও উদ্ভাবনী শক্তির বিকাশে স্কিলস কম্পিটিশন ২০১৭-র প্রাতিষ্ঠানিক পর্ব অনুষ্ঠিত হয়েছে।
বরিশালে স্কিলস কম্পিটিশন (ভিডিওসহ)

বৃহস্পতিবার সকালে বরিশাল পলিটেকনিক ইনস্টিটিউট হলরুমে এ কম্পিটিশন হয়। 

বাংলাদেশ সরকার, বিশ্ব ব্যাংক ও কানাডার আর্থিক সহায়তায় ও কারিগরি শিক্ষা অধিদপ্তরের বাস্তবায়নাধীন স্কিল এন্ড ট্রেনিং এনহ্যান্সমেন্ট প্রজেক্টের উদ্যোগে ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং-এর শিক্ষার্থীদের ছোট ছোট আবিষ্কার নিয়ে দিনব্যাপী কম্পিটিশনে ১৪টি উদ্ভাবন প্রদর্শিত হয়।

প্রদর্শনীতে প্রধান অতিথি হিসেবে সবকিছু পরিদর্শন করেন ডেপুটি কমিশনার মো. হাবিবুর রহমান।

বিশেষ অতিথি ছিলেন আনসু কুমার দেবনাথ, ডেপুটি প্রজেক্ট ডাইরেক্টর (এসটিইপি)   সভাপতিত্ব করেছেন বরিশাল পলিটেকনিক ইনস্টিটিউটের অধ্যক্ষ সৈয়দ নূরননবী।

প্রদর্শনীতে প্রথম হয়, ইলেকট্রিক্যাল টেকনোলজি বিভাগের স্মার্ট ক্যাম্পাস, দ্বিতীয়, কম্পিউটার টেকনোলজি বিভাগের স্টুডেন্ট ম্যানেজমেন্ট এবং তৃতীয় স্থান পায়, ইলেকট্রিক্যাল টেকনোলজি বিভাগের ওয়াইল্ড টার্বাইন পাওয়ার প্লান্ট।

স্কিলস কম্পিটিশন প্রদশর্নীতে ইনস্টিটিউটের শিক্ষক ও ছাত্র-ছাত্রীবৃন্দসহ  অনেকেই  উপস্থিত ছিলেন।

বেলা পাঁচটা পর্যন্ত শীক্ষার্থীদের তৈরি বিভিন্ন প্রজেক্ট সবাইকে দেখাতে খোলা রাখা হয়।

এ সম্পর্কিত খবর

No stories found.

সর্বাধিক পঠিত

No stories found.
bdnews24
bangla.bdnews24.com