আগাম আমনে কৃষক খুশি

ঠাকুরগাঁওয়ে আগাম ধানে কৃষকের মুখে হাসি ফুটেছে। তারা এবার ধান বেচে লাভের মুখ দেখবেন বলে আশা করছেন।
আগাম আমনে কৃষক খুশি

সরেজমিনে দেখা যায়, জেলার বিভিন্ন গ্রামে শুরু হয়েছে ধান কাটার উৎসব। এ অঞ্চলে অগ্রহায়ণ মাসে কৃষকের ঘরে ওঠে আমন ধান। জেলার অনেক কৃষক আগাম জাতের ধান আবাদ করায় এরই মধ্যে অনেক ক্ষেত থেকে ধান কাটা শুরু হয়েছে।

কৃষকদের সঙ্গে কথা বলে জানা যায়, জেলায় আমনের বাম্পার ফলন হয়েছে। এবার কটা টাকা পাবেন বলে আশা করছেন। 

কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, ঠাকুরগাঁও কার্যালয় সূত্রে জানা গেছে, জেলায় এবার রোপা আমনের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে এক লক্ষ ৩৫ হাজার আটশ হেক্টর। চাল উৎপাদন লক্ষ্যমাত্রা ধরা হয়েছে তিন লাখ ৬৫ হাজার একশ ৭৭ মেট্রিক টন।

এ বছর কৃষকেরা ১২ হাজার সাতশ ২০ হেক্টর জমিতে আগাম আমন জাতের ধান আবাদ করেছেন। সেসব জাতের মধ্যে রয়েছে বিনা-সাত, ব্রি-৩৩, ব্রি-৩৯, ব্রি-৫৭ ও ব্রি-৬২।

 

এ সম্পর্কিত খবর

No stories found.

সর্বাধিক পঠিত

No stories found.
bdnews24
bangla.bdnews24.com