ভোরের শিশির আভাস দিচ্ছে শীতের

শরৎ শেষ হতে না হতেই ঠাকুরগাঁওয়ে কড়া নাড়ছে শীত ঋতুর আগমন বার্তা।
ভোরের শিশির আভাস দিচ্ছে শীতের

কয়েকদিনের টানা বৃষ্টির পর ভোরের হালকা কুয়াশা, শীত শীত ভাব এবং রাতের ঘন কুয়াশা দেখে মনে হচ্ছে শীত ঋতু কড়া নাড়ছে। জানান দিচ্ছে, সে আসছে। 

দেশে পৌষ-মাঘকে শীত কাল ধরা হলেও হেমন্তের শুরুতেই গুটি গুটি পায়ে আমাদের মাঝে এসেছে আগাম শীতের আমেজ।

অপরূপ হেমন্তের সকালে মিষ্টি রোদ পড়ছে গাছের সবুজ পাতার ওপর। সকালের কুয়াশা আর শিশিরভেজা মাটিতে ঝরা শিউলী ফুল আর ঘাসের ডগার শিশির বিন্দু ঝিকমিক করছে। 

কয়েকদিন থেকে দিনে গরম আর রাতে শীত অনুভূত হচ্ছে। ভোরে কুয়াশা পড়ছে। তবে ঘন কুয়াশা এবং তীব্র শীত আসতে এখনও ঢের দেরি আছে।  

এর মধ্যেই শীতের সবজি চাষ নিয়ে ব্যস্ত হয়ে পড়েছেন কৃষক। ঠাকুরগাঁওয়ের শীতকালীন সবজি জেলার চাহিদা মিটিয়ে দেশের বিভিন্ন অঞ্চলেও রপ্তানি হয়।

এ সম্পর্কিত খবর

No stories found.

সর্বাধিক পঠিত

No stories found.
bdnews24
bangla.bdnews24.com