ভোলায় কন্যা শিশুদিবস পালিত

“কন্যা শিশুর জাগরণ আনবে দেশে উন্নয়ন”-প্রতিপাদ্যকে সামনে রেখে ভোলা মহিলা বিষয়ক অধিদপ্তর ও শিশু একাডেমীর আয়োজনে পালিত হয়েছে কন্যা শিশু দিবস-২০১৭।
ভোলায় কন্যা শিশুদিবস পালিত

শুক্রবার সকালে দিবসটি উপলক্ষ্যে বাংলাদেশ শিশু একাডেমী হলরুমে আলোচনা সভা হয়।

শিশু একাডেমীর সভাপতি এবং জেলা প্রশাসক মো. সেলিম উদ্দিনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সংরক্ষিত নারী আসনের সাংসদ মমতাজ বেগম (এমপি)। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, জেলার মহিলা বিষয়ক অধিদপ্তর মহিলা বিষয়ক কর্মকর্তা জেবুন নেছা, জেলা শিশু বিষয়ক কর্মকর্তা আখতার হোসেন, শহীদ জিয়া আদর্শ স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ খালেদা খানম।

সভায় মমতাজ বেগম তার জীবনের গল্প শোনান। এবং আগত ছাত্রীদের বিভিন্ন পরামর্শ দেন।

তিনি বলেন, ‘প্রত্যেক মেয়েরই অধিকার রয়েছে শিক্ষা ও মৌলিক অধিকারের। আর বর্তমান সরকার নারীদের উন্নয়নের জন্য নানান কর্মসূচি গ্রহণ করেছে।’

তিনি সবাইকে কন্যা শিশুদের উন্নয়নে এগিয়ে আসার জন্য আহ্বান জানান।  

এসময় আরও উপস্থিত ছিলেন, ব্রাক কর্মকর্তা আশরাফুল আলম, এনসিটিএফ-র সমন্বয়কারী আদিল হোসেন তপু সহ আগত বিভিন্ন স্কুলের ছাত্রীরা।   

এ সম্পর্কিত খবর

No stories found.

সর্বাধিক পঠিত

No stories found.
bdnews24
bangla.bdnews24.com