পদ্ম বিলের গল্প

গোপালগঞ্জ সদর উপজেলা থেকে ছয় কিলোমিটার দূরে বলাকইড় গ্রাম।
পদ্ম বিলের গল্প

প্রতি বছরই এখানের খালে-বিলে, দিঘিতে ফোটে অজস্র পদ্মফুল। সে এক অপরূপ দৃশ্য। পদ্মফুলের এই সৌন্দর্য দেখে বিমোহিত না হয়ে উপায় থাকে না।

অন্য জেলা থেকেও মানুষ এই পদ্মদিঘি দেখতে আসেন।

পদ্মফুলের পাশাপাশি শাপলা, কলমি রয়েছে এই বিলগুলোতে।

সেখানে ঘুরতে আসা একজন দর্শনার্থী বলেন, ‘আমি অনেক জায়গা ঘুরেছি। কিন্তু সবচেয়ে বেশি আনন্দ পেয়েছি এখানে এসে।’

আরেকজন বলেন, ‘আমাদের দেশটা যে কত সুন্দর তা এখানে এসে আর একবার অনুভব করলাম।’   

এক মাঝি বলেন, ‘ফাল্গুন মাসে এখানে পদ্মফুলের চারা হওয়া শুরু হয়। আষাঢ় মাসে ফুল ফোটে। দিঘিতে যতদিন পানি থাকবে, ফুলও থাকবে।’

  

এ সম্পর্কিত খবর

No stories found.

সর্বাধিক পঠিত

No stories found.
bdnews24
bangla.bdnews24.com