বিশ্ব মহাকাশ সপ্তাহ উদযাপিত

সিরাজগঞ্জে “বিশ্ব মহাকাশ সপ্তাহ–২০১৭” উদযাপন করেছে বাংলাদেশ এস্ট্রোনমিক্যাল সোসাইটি।
বিশ্ব মহাকাশ সপ্তাহ উদযাপিত

অনুষ্ঠানটি শনিবার এনায়েতপুরের মহাকাশ ভবনে আয়োজিত হয়।

হ্যালোতে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, আয়োজনে মহাকাশ শোভাযাত্রা, চিত্রাঙ্কন প্রতিযোগিতা, ওয়াটার রকেট লঞ্চ কন্টেস্ট, স্পেস কুইজ, স্পেস ডিবেট, স্পেস ড্যান্স, স্পেস ড্রামা ও স্পেস নিয়ে উপস্থিত বক্তৃতা।  

অনুষ্ঠানে ছয় শিশুর একটি দল স্পেস শ্যাটল নভোচারীদের মত স্পেসস্যুট পরে স্পেস প্যারেড করে পাশাপাশি ব্র্যাক ইউনিভার্সিটির কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রফেসর ড. খলিলুর রহমান অন্বেষা কিউব স্যাটেলাইট নিয়ে আলোচনা ও ভিডিও প্রদর্শন করেন।

ওই আয়োজনে খাজা ইউনুছ আলী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হোসেন রেজা, ওয়ার্ল্ড স্পেস উইক এ্যাসোসিয়েশনের বাংলাদেশের জাতীয় সমন্বয়ক এফ আর সরকার, কক্সবাজার পেকুয়া উপজেলা শিক্ষা অফিসার আ ফ ম হাসান ও বিভিন্ন স্কুলের শিক্ষার্থী, শিক্ষক, অভিভাবকসহ প্রায় দু হাজার মহাকাশ উৎসাহী অংশ নেয়।

অনুষ্ঠান শেষে, বিভিন্ন প্রতিযোগিতায় অংশ নেয়া শিক্ষার্থীদের পুরস্কৃত করা হয়।

বাংলাদেশ এ্যাস্ট্রোনমিক্যাল সোসাইটি এনায়েতপুরে ২০০৩ সাল থেকে “বিশ্ব মহাকাশ সপ্তাহ” উদযাপন করে আসছে। তবে, স্থানীয়দের অনেকেই এখন এনায়েতপুরকে ‘মহাকাশ গ্রাম’ বলে মনে করেন।

এ সম্পর্কিত খবর

No stories found.

সর্বাধিক পঠিত

No stories found.
bdnews24
bangla.bdnews24.com