মাগুরায় শারদীয় দুর্গোৎসব

মাগুরা জেলায় এ বছর ছয়শ ২৭টি মণ্ডপে দুর্গাপূজা পালিত হওয়ার কথা রয়েছে।
মাগুরায় শারদীয় দুর্গোৎসব

শারদীয় দুর্গোৎসবকে সামনে রেখে জেলার বিভিন্ন গ্রামেও চলছে প্রতিমা তৈরির কাজ। শিল্পীরা দিনরাত পরিশ্রম করে নিপুণ হাতে তৈরি করছেন প্রতিমা।

মণ্ডপ ঘুরে প্রতিমা শিল্পীদের সঙ্গে কথা হয় হ্যালোর।

প্রতিমা শিল্পী সুশীল মিত্র বলেন, ‘আগে উপকরণের দাম কম ছিল। এখন তা দ্বিগুণ হয়েছে। একটি প্রতিমা তৈরি করলে ১০ থেকে ১২ হাজার টাকা দেয়। রঙ কিনতেই চলে যায় পাঁচ থেকে ছয় হাজার টাকা। এবছর সাতটি প্রতিমা তৈরি করেছি।’

আরেক শিল্পী হ্যালোকে বলেন, ‘রঙ তুলির কাজ শুরু করেছি। আর দুই দিন লাগবে।’

এরমধ্যে পৌরসভায় ২০টি, সদরে দুইশ একটি ও  শ্রীপুরে একশ ৩৬টি, শালিখায় একশ ৪৮টি ও মহম্মদপুরে একশ ২২টি মণ্ডপে পূজা অনুষ্ঠিত হবে বলে জানা গেছে।

 

এ সম্পর্কিত খবর

No stories found.

সর্বাধিক পঠিত

No stories found.
bdnews24
bangla.bdnews24.com