শিক্ষক সংকটে বাগেরহাট সরকারি উচ্চ বিদ্যালয়

শিক্ষক সংকটে বাগেরহাট সরকারি উচ্চ বিদ্যালয়

বাগেরহাট সরকারি উচ্চ বিদ্যালয়ে শিক্ষক সংকটে পাঠদান বিঘ্নিত হচ্ছে।

বুধবারে বিদ্যালয়ের অষ্টম শ্রেণির তন্ময় নামে এক শিক্ষার্থী হ্যালোকে বলে, ‘নির্দিষ্ট বিষয়শিক্ষক না থাকায় আমাদের পড়া বুঝতে কষ্ট হয়।’  

বিদ্যালয়ের প্রধান শিক্ষক সেখ আকরাম হোসেন বলেন, ‘শিক্ষক সংকটের জন্য বিদ্যালয়ের শিক্ষা কার্যক্রম চরমভাবে ব্যহত হচ্ছে।’

এক বিষয়ের শিক্ষক দিয়ে অপর বিষয়ে পাঠদানে শিক্ষার মান উন্নয়ন সম্ভব হচ্ছে না বলেও জানান তিনি।

প্রধান শিক্ষক আরও জানান, সারাদেশে সরকারি মাধ্যমিক বিদ্যালয়ে দুই হাজার ৫০০ শিক্ষকের পদ খালি রয়েছে। অনতিবিলম্বে উক্ত শূন্যপদ পূরণ না করা হলে শিক্ষাক্ষেত্র চরমভাবে ক্ষতিগ্রস্ত হবে।

শিক্ষা অধিদপ্তরে, শিক্ষক সংকটের কথা প্রতিবছর ছক আকারে পদসংখ্যা, কর্মরত পদের সংখ্যা ও শূন্য পদের সংখ্যা পাঠিয়েও কোনো সুফল পাওয়া যায়নি বলে তিনি আক্ষেপ করেন।

১৯৯৮ সালে বিদ্যালয়টি সেরা স্কুল নির্বাচিত হয়। প্রতি বছর তৃতীয়, ষষ্ঠ ও নবম শ্রেণিতে ভর্তি পরীক্ষা দিয়ে অনেক শিক্ষার্থী ভর্তি হয়। বর্তমানে এই বিদ্যালয়ে প্রভাতি ও দিবা শাখায় তৃতীয় থেকে দশম শ্রেণিতে শিক্ষার্থীর সংখ্যা, এক হাজার ৭৫০ জন।

স্কুল সূত্রে জানা যায়, প্রধান শিক্ষক, সহকারী শিক্ষকসহ ৫৩জন শিক্ষকের মধ্যে ৩৭ জন শিক্ষক কর্মরত রয়েছেন। এছাড়া শিক্ষকের অভাবে বিদ্যালয়ের মানবিক বিভাগের ক্লাসও ব্যাহত হচ্ছে।

Related Stories

No stories found.
bdnews24
bangla.bdnews24.com