রংপুরে এবার ৮৭৫টি মণ্ডপ

রংপুর জেলায় ৮৭৫টি মণ্ডপে দুর্গাপূজা পালিত হবে বলে জানা গেছে।
রংপুরে এবার ৮৭৫টি মণ্ডপ

চলতি মাসের শেষ সপ্তাহেই শুরু হতে যাচ্ছে, হিন্দু সম্প্রদায়ের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা। পূজার সময় যত ঘনিয়ে আসছে ততই বাড়ছে প্রতিমা কারিগরদের ব্যস্ততা। রাত-দিন চলছে প্রতিমা তৈরির কাজ।

সরেজমিনে দেখা যায়, এই পূজা  ঘিরে জেলা জুড়ে চলছে প্রতিমা তৈরির ধুম। ফলে ব্যস্ত সময় পার করছেন প্রতিমা শিল্পীরা। পূজা কমিটির তথ্যসূত্রে জানা যায়, রংপুরে এবার ৮৭৫টি মণ্ডপে পূজা হবে। 

তৈরি হচ্ছে দুর্গা, সরস্বতী, লক্ষী, কার্তিক, গণেশ, অসুর ও শিবের মূর্তি। প্রতিমার আকার ও শৈল্পিক গঠন অনুযায়ী শিল্পীরা ১০ হাজার থেকে দেড় লাখ টাকা পর্যন্ত পারিশ্রমিক নিয়ে থাকেন বলে জানান তারা।

রংপুরের পুলিশ সুপার মিজানুর রহমান বলেন, ‘শারদীয় দুর্গাপূজায় বিঘ্ন সৃষ্টিকারী ও দুষ্কৃতিকারীদের অশুভ তৎপরতার বিরুদ্ধে আমরা কঠোর অবস্থানে যাব।

‘দরকার হলে আমরা মোবাইল কোর্ট স্থাপন করব। যাতে করে কেউ কোনো বিঘ্ন সৃষ্টি করতে চাইলে, তাদের কিরুদ্ধে তাৎক্ষণিকভাবে ব্যবস্থা নিতে পারি।’  

হিন্দু সম্প্রদায়ের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্যেই পালিত হবে বলে পুলিশ সুপার আশ্বস্ত করেন।

এ সম্পর্কিত খবর

No stories found.

সর্বাধিক পঠিত

No stories found.
bdnews24
bangla.bdnews24.com