‘শহীদ স্মৃতিস্তম্ভে রাজাকারদের নাম আছে’

স্বাধীনতার পরে প্রায় অর্ধ শতক পরেও সাতক্ষীরা শহরে নির্মাণ হয়নি মুক্তিযুদ্ধের শহীদদের জন্য কোন স্মৃতিসৌধ। যে স্মৃতিস্তম্ভটি রয়েছে সেটিতে রাজাকারদের নাম আছে বলে অভিযোগ এসেছে।
‘শহীদ স্মৃতিস্তম্ভে রাজাকারদের নাম আছে’

নব্বই দশকের শেষ সময়ে সারাদেশের সাথে সাতক্ষীরার কালেক্টরেট চত্বরে মুক্তিযুদ্ধে সরাসরি যুদ্ধে শহীদদের নামের তালিকা অনুসারে শহীদ স্মৃতিস্তম্ভে নির্মাণ করা হয়। কিন্তু মুক্তিযুদ্ধের বিরোধীতাকারী রাজাকারদের নাম স্থান পায় সেখানে। ফলে এলাকার মুক্তিযোদ্ধারা রাগ করে ওই স্তম্ভে কালি লেপে ওই স্থানে যাওয়া বন্ধ করে দেন।   

সাতক্ষীরা শহরের শহীদ মুক্তিযোদ্ধা চত্বর যেটি খুলনা রোডের মোড় নামে পরিচিত সেখানে নব্বইয়ের দশকের শুরুতে তখনকার জেলা প্রশাসক আব্দুস সালাম শহীদ স্মৃতিসৌধের জন্য জায়গা বরাদ্দ দেন। নকশাও তৈরি করে এনে দেন। তারপর তিনি বদলি হয়ে গেলে সে কাজ আর একটুও এগোয়নি। 

সাতক্ষীরা শহরের বেশিরভাগ শিশু-কিশোর-তরুণদের দু:খ, স্মৃতিসৌধে ফুলদিয়ে শ্রদ্ধা জানাতে পারে না তারা। 

তাদের জানা নেই এরকম কোন জেলা শহর আছে কি না যেখানে মুক্তিযুদ্ধের কোনও শহীদ স্মৃতিসৌধ নাই।

এ ব্যাপারে সাতক্ষীরা জেলা প্রশাসক আবুল কাশেম মো. মহিউদ্দিন বলেন, ‘সরকারের সর্বোচ্চ পর্যায়ে এবিষয়ে অবগত করা হয়েছে।’  

শহরের শহীদ মুক্তিযোদ্ধা চত্বর যেটি খুলনা রোডের মোড় নামে পরিচিত সেখানেই নিমার্ণ করা হবে মুক্তিযুদ্ধের শহীদ স্মৃতিসৌধ বলে তিনি আশ্বস্ত করেন।

 

এ সম্পর্কিত খবর

No stories found.

সর্বাধিক পঠিত

No stories found.
bdnews24
bangla.bdnews24.com