মৌলভীবাজারে নির্বিঘ্নে পালিত হলো জন্মাষ্টমী উৎসব

মৌলভীবাজারে নির্বিঘ্নে পালিত হলো জন্মাষ্টমী উৎসব

জেলার শ্রীমঙ্গল উপজেলায় তিনদিনব্যাপী সনাতন ধর্মাবলম্বীদের জন্মাষ্ঠমী উৎসব পালিত হলো।

সোমবারে শুরু হওয়া এই উৎসবে মন্দিরে মন্দিরে চলে বৈদিক মন্ত্র উচ্চারণ, পূজা, সম্প্রীতি শোভাযাত্রা, সংকীর্তন শোভাযাত্রা।

এ সময় কৃষ্ণের বিভিন্ন রূপে সেজে ভক্তরা অর্চনা করেন। সন্ধ্যায় মন্দির প্রাঙ্গণে চলে ভক্তিগীতি ও নৃত্যনাট্য পরিবেশনা।

উৎসব উপলক্ষে মন্দির প্রাঙ্গণে জমে ওঠে মৌসুমী জিনিসপত্র ও মণ্ডা-মিঠাইয়ের পসরা। সব বয়সের মানুষের ভিড়ে জমজমাট ছিল সবগুলো প্রাঙ্গণ।

মৃদঙ্গ, করতাল, কাঁসির আওয়াজে কৃষ্ণ নামজপে দিনরাত চলে আরাধনা।

বিশ্বশান্তি  কামনায় চলে অষ্টপ্রহরব্যাপী হরিনাম যজ্ঞ। চলে মহাপ্রসাদ বিতরন।

নিরাপত্তা ব্যবস্থা ভাল থাকায় নির্বিঘ্নে উৎসব শেষ হয়েছে।

 

Related Stories

No stories found.
bdnews24
bangla.bdnews24.com