নীলফামারীতে শিশু সাংবাদিকতার কর্মশালা

নীলফামারীতে শিশু সাংবাদিকতার দুই দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা শুরু হয়েছে।
নীলফামারীতে শিশু সাংবাদিকতার কর্মশালা

শুক্রক্রবার সকালে জেলার একটি বেসরকারি উন্নয়ন সংস্থার সম্মেলন কক্ষে কর্মশালার উদ্বোধন করেন সদর উপজেলা পরিষদের নারী ভাইস চেয়ারম্যান আরিফা সুলতানা লাভলী।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম ও ইউনিসেফ আয়োজিত এ কর্মশালায় জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ২০জন শিশু অংশ নিচ্ছে। 

নীলফামারী প্রেসক্লাবের সভাপতি তাহমিন হক ববির সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সাংবাদিক মীর মাহমুদুল হাসান আস্তাক, ভূবন রায় নিখিল, মিল্লাদুর রহমান মামুন।

কেন্দ্রীয় অতিথি হিসিবে শিশুদের প্রশিক্ষণ দিয়েছেন সাইফুল আলম বাবু। এছাড়াও  ছিলেন, সাংবাদিক ভূবন রায় নিখিল, মিল্লাদুর রহমান মামুন, বিজয় চক্রবর্তী কাজল এবং খুর্শিদ জামান কাকন।

কর্মশালায় প্রশিক্ষকরা গণমাধ্যম, সাংবাদিকতা, ভিডিও সংবাদ তৈরি, সাংবাদিকতার সহজপাঠ ও জাতিসংঘের শিশু অধিকার সনদ, শিশু অধিকার, শিশু সুরক্ষা এবং মানবাধিকার নিয়ে আলোচনা করেন। ।

প্রশিক্ষণে অংশ নেওয়া শিক্ষার্থী মারিয়া সুলতানা বলে, ‘হ্যালোর প্রশিক্ষণে অংশ নিতে পেরে আমি আনন্দিত। এখন নিজের ও অন্য শিশুদের সমস্যা নিয়ে হ্যালোতে লিখতে পারব।’

অপর শিক্ষার্থী নাজমুল ইসলাম শুভ শিশুদের জন্য এমন একটি প্রশিক্ষণের আয়োজন করায় বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম ও ইউনিসেফকে ধন্যবাদ জানায়।

কর্মশালাটি সমন্বয় করছেন বিজয় চক্রবর্তী কাজল। 

এ সম্পর্কিত খবর

No stories found.

সর্বাধিক পঠিত

No stories found.
bdnews24
bangla.bdnews24.com