হারিয়ে যাচ্ছে ঠাকুরগাঁওয়ের ফুটবল

ঠাকুরগাঁওয়ে এক সময় খুব ভালো ফুটবল খেলা হতো। এখন তার চিহ্ন মাত্র নাই। ২০০৮ সালে ফুটবল অ্যাসোসিয়েশন (ডিএফএ) গঠন করা হলেও প্রথম ও দ্বিতীয় দুই বিভাগের ফুটবল খেলাই  অনিয়মিত বলে অভিযোগ রয়েছে।
হারিয়ে যাচ্ছে ঠাকুরগাঁওয়ের ফুটবল

জেলা ক্রীড়া সংগঠক শাহাদাত হোসেন মঙ্গলবার হ্যালোকে বলেন, ‘আমরা যখন লেখাপড়া করেছি সেই সময় খেলাধুলার প্রতিযোগিতা হতো। এখন ছেলেমেয়েরা এসব থেকে বঞ্চিত।

‘আর বর্তমানে শহরের ছেলেমেয়েদের দেখে মনে হয় তারা খেলার নামই ভুলে গেছে।’  

একজন প্রাক্তন খেলোয়াড় বলেন, ‘বিভিন্ন জায়গায় আমরা জেলা ক্রীড়া সংস্থা থেকে খেলতে যেতাম। তখন সেখানে খেলার পরিবেশ অনেক ভালো ছিল।  

‘এখন মাঠের পরিবেশ এমন হয়ে গেছে সেখানে খেলার সেই পরিবেশ নাই  বললেই চলে।’   

এসব হতাশার মাঝেও ঠাকুরগাঁওয়ের গর্ব রাণীংশকৈল উপজেলার ফুটবল বালিকারা। জেলার প্রত্যন্ত অঞ্চলের এই মেয়েরা জাতীয় বিভিন্ন লীগে খেলছে।

এ সম্পর্কিত খবর

No stories found.

সর্বাধিক পঠিত

No stories found.
bdnews24
bangla.bdnews24.com