চার কিলোমিটার বেহাল রাস্তা

মাগুরা জেলার মহম্মদপুর উপজেলার দীঘা ইউনিয়নের বিলঝলমল গ্রামের পাশ থেকে চিত্রবিশ্রাম পর্যন্ত প্রায় চার কিলোমিটার রাস্তা চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে।
চার কিলোমিটার বেহাল রাস্তা

সম্প্রতি সরেজমিনে দেখা যায়, বৃষ্টি হওযায় কাঁচা রাস্তা কাদায় ডুবে গেছে। বড় বড় গর্তে চলাচলের অযোগ্য হয়ে পড়েছে পথ।

স্থানীয়দের অভিযোগ, মাঝে মাঝেই এই রাস্তায় কেউ না কেউ দুর্ঘটনার কবলে পড়ে।

বিলঝলমল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শাহনাজ বেগম হ্যালোকে বলেন, ‘শিশুদের ভোগান্তি বেশি। বৃষ্টি হলেই বাচ্চারা স্কুলে আসতে পারে না।’

রাস্তাটির দ্রুত সংস্কারের জন্য তিনি কর্তৃপক্ষকে অনুরোধ জানান।

বিদ্যালয়টির দ্বিতীয় শ্রেণির ছাত্র তৌহিদুল হ্যালোকে বলে, ‘রাস্তায় কাদা হলে স্কুলে যাওয়া খুব কষ্ট হয়। তাই বৃষ্টি হলেই স্কুলে যেতে পারি না।’

জেলার হাজী আব্দুর রহমান আব্দুর করিম ডিগ্রি কলেজে্র ছাত্রী মিতা বলেন, ‘খারাপ রাস্তার কারণে কলেজে যেতে কষ্ট হয়। ভ্যান পাই না, সাইকেল চালিয়েও যাওয়া সম্ভব হয় না।’ 

ভ্যান চালক ইমরান মোল্লা জানান, রাস্তা আর ফসলি জমির মধ্যে কোনো তফাৎ নাই। এই রাস্তায় ভ্যান চালালে দুর্ঘটনায় ভ্যানের ক্ষতি হয়।

দীঘা ইউপি সদস্য মো. সবুর মোল্লা হ্যালোকে বলেন, ‘যত তাড়াতাড়ি সস্তব একটি ব্যবস্থা নেওয়ার জন্য চেয়ারম্যানকে অনুরোধ করব।’

এ বিষয়ে মহম্মদপুর উপজেলা প্রকৌশলী মোহাম্মদ রবিউল ইসলাম মুঠোফোনে হ্যালোকে বলেন, ‘ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হবে।’

তাড়াতাড়ি ব্যবস্থা নেওয়া হবে বলেও রবিউল আশ্বাস দেন।

এ সম্পর্কিত খবর

No stories found.

সর্বাধিক পঠিত

No stories found.
bdnews24
bangla.bdnews24.com