নদীতে বিলীন মুক্তিযোদ্ধার কবর

মৌলভীবাজারের কুলাউড়া উপজেলায় এক শহীদ মুক্তিযোদ্ধার কবর সংরক্ষণের অভাবে নদী গর্ভে বিলীন হয়ে যাচ্ছে।
নদীতে বিলীন মুক্তিযোদ্ধার কবর

উপজেলার পৃথিমপাশা ইউনিয়নের ভাটগাঁও গ্রামবাসী সূত্রে জানা যায়, মুক্তিযুদ্ধ চলাকালীন সময়ে স্থানীয় রাজকারদের হাতে শহীদ হন মুক্তিযোদ্ধা ছগির মিয়া। স্থানীয় কবরস্থানে দাফন করতে রাজাকাররা বাধা দিলে গ্রাম থেকে দূরে শুকনা ছড়া নদীর পাড়ে সরকারি খাস জমিতে কবর দেওয়া হয় তাকে।

কবরের পাশের জমির মাটি কেটে নেওয়ায় ও বর্ষা মৌসুমে নদীর পানির স্রোতে কবরটি বিলীন হয়ে যাওয়ার আশঙ্কা করছেন এলাকাবাসী। এ নিয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর লিখিত আবেদনও করেছেন তারা।

সরজমিনে গিয়ে দেখা যায়, কবরটির এক তৃতীয়াংশ নদী গর্ভে হারিয়ে গেছে।

ছগির মিয়ার সহযোদ্ধা গফুর আহমেদ হ্যালোকে বলেন, "স্বাধীনতার স্বপক্ষের অনেক এমপি প্রতিশ্রুতি দিয়েছিলেন ছগিরের কবর সুরক্ষা করবেন। কিন্তু এখনও কেউ প্রতিশ্রুতি রক্ষা করেননি।"

"ইউনিয়নের সাবেক এক চেয়ারম্যান নিজ উদ্যোগে কবরটির চারপাশ ইট সিমেন্ট দিয়ে বাঁধাই করে দিলেও তা ভেঙে যাচ্ছে।”

"কবরটি সংরক্ষণের জন্য ঊর্ধতন কতৃপক্ষের কাছে সুপারিশ করেছেন বলে জানান উপজেলা মুক্তিযোদ্ধা কামান্ডার সুশীল চন্দ্র দে।

উপজেলা নির্বাহী অফিসার চৌধুরী মো. গোলাম রাব্বি জানান, "লিখিত আবেদন পেয়ে একজন অফিসার পাঠিয়ে তদন্ত করিয়েছি। এ ব্যাপারে স্থানীয় এমপি মহোদয়ের সাথে কথা হয়েছে।"

"কবরটি সংরক্ষণের জন্য শীঘ্রই উদ্যোগ নেওয়া হবে।”

এ সম্পর্কিত খবর

No stories found.

সর্বাধিক পঠিত

No stories found.
bdnews24
bangla.bdnews24.com