পরিবেশ সচেতন সংগঠন টিএফই’র প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী

শিক্ষার্থীদের গড়ে তোলা পরিবেশভিত্তিক স্বেচ্ছাসেবী সংগঠন টুগেদার ফর এনভায়রনমেন্টের (টিএফই) প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে সোমবার।
পরিবেশ সচেতন সংগঠন টিএফই’র প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী

রাজধানী ঢাকার খিলগাঁওয়ের একটি রেস্তোরাঁয় সংগঠনটির প্রতিষ্ঠাবার্ষিকীতে ইফতার ও আলোচনা সভার আয়োজন করা হয়। শনিবার সংগঠনটি দুই বছরে পদার্পণ করলেও বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষ্যে তা উদযাপন করা হয় সোমবার।

অনুষ্ঠানে অতিথি হিসেবে ছিলেন ন্যাশনাল আইডিয়াল কলেজের অধ্যক্ষ মাকসুদ উদ্দিন, ‘পরিবর্তন চাই’র চেয়ারম্যান ফিদা হক, ‘সবুজ বাংলাদেশ’র চেয়ার পার্সন সাজেদা কোহিনূর, ‘উত্তরণ ইয়ুথ সোশ্যাল ডেভেলপমেন্ট’র সভাপতি তানভীর আনজুম তুষার ও ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের ১৩ নং সংরক্ষিত ওয়ার্ডের মহিলা কাউন্সিলর রাশিদা পারভীন। এছাড়া বিটিআরসির ইঞ্জিনিয়ারিং ও অপারেশনস বিভাগের সিনিয়র এসিস্ট্যান্ট ডিরেক্টর নাহিদুল হাসানও উপস্থিত ছিলেন।

সাধারণত প্রতি মাসে একবার রাস্তায় বের হয়ে ময়লা তুলে তা ডাস্টবিনে ফেলে সংগঠনের সদস্যরা। এ মাসিক কার্যক্রমগুলোতে মানুষকে ডাস্টবিন ব্যবহারে উৎসাহী করার জন্য লিফলেটও বিতরণ করা হয়। মূলত পরিবেশ নিয়ে মানুষকে সচেতন করার উদ্দেশ্যে কাজ করে থাকে সংগঠনটি।

অনুষ্ঠানে সংগঠনটির পক্ষ থেকে জানানো হয় বৃক্ষরোপণ, দূষিত জলাশয়ের সামনে মানববন্ধন, স্কুল ক্যাম্পেইনিংসহ আরো বিভিন্ন উদ্যোগ নিতে যাচ্ছে সংগঠনটি। 

সদস্য ইয়াছিন আরাফাত রূদ্র বলেন, ‘আমরা মনে করলাম যে সমাজে বিভিন্নভাবে আমরা কাজ করতে পারি। আমি মনে করি পরিবেশ আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একট বিষয়। তাই আমরা পরিবেশের জন্য কাজ করা শুরু করি।’

অপর সদস্য জারিফ সিনদিদ জানান, মানুষকে সচেতন করার মধ্যেই রয়েছে সংগঠনটির কার্যক্রমের সার্থকতা। 

দীর্ঘ এক বছর কাজ করার অভিজ্ঞতা বর্ণনা করতে গিয়ে আফনান মুস্তাকিম দিগন্ত বলেন, ‘অনেকে হাসাহাসি করেছে কাজ দেখে। কখনও আমরা গা করিনি।  বরং সচেতন করার চেষ্টা করেছি। তবে অনেক মানুষ উৎসাহ দিয়েছেন। তাদের ধন্যবাদ।’

সংগঠনটির সদস্যদের ‘দেশের ভবিষ্যৎ’ হিসেবে আখ্যা দিয়ে ন্যাশনাল আইডিয়াল কলেজের অধ্যক্ষ মাকসুদ উদ্দিন বলেন, ‘এ কাজের মাধ্যমে তোমাদের সৃজনশীলতারও বিকাশ ঘটবে। তোমরা এগিয়ে যাও।’ 

সংগঠনটির জন্য শুভকামনা জানান সংরক্ষিত আসনের মহিলা কাউন্সিলর রাশিদা পারভীন। সবসময় পাশে থাকার আশ্বাসও দেন তিনি।   

‘পরিবর্তন চাই’র চেয়ারম্যান ফিদা হক বলেন, ‘এ বয়সে আমাদের মাথায় থাকত শুধু স্কুল, বাসা, মাঠ- এসব। এ বয়সের ছেলেমেয়েরা এখন পরিবেশ নিয়ে ভাবছে। এটা অনেক বড় একটা বিষয়। আমার খুব ভালো লেগেছে।’

সদস্য ও অতিথিদের বক্তব্য শেষে কেক কেটে ইফতারের আয়োজন করা হয়। 

এ সম্পর্কিত খবর

No stories found.

সর্বাধিক পঠিত

No stories found.
bdnews24
bangla.bdnews24.com