নানা আয়োজনে বর্ষবরণ উৎসব

বাঙালির প্রাণের উৎসব বাংলা নববর্ষকে বরণ করেছে ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ উপজেলার মানুষ।
নানা আয়োজনে বর্ষবরণ উৎসব

শুক্রবার সকালে উপজেলা প্রশাসনের উদ্যোগে বর্ষবরণের মঙ্গল শোভাযাত্রা বের করা হয়।  

শোভাযাত্রাটি শহরের প্রধান প্রধান সড়ক ঘুরে উপজেলা পরিষদ চত্বরে গিয়ে শেষ হয়। রঙিন পোশাকে শতাধিক মানুষের শোভাযাত্রায় ছিল বাঙালি ঐতিহ্যের নানা শিল্পকর্ম।

অপরদিকে আলাদা আলাদা শোভাযাত্রা করেছে পীরগঞ্জ সরকারি কলেজসহ বিভিন্ন সামাজিক সংগঠনগুলো। শোভাযাত্রার সামনে-পেছনে ঢাকের বাদ্যের তালে তালে নৃত্য, আর হাতে হাতে ধরা বড় বড় বাহারি মুখোশ। বাঁশের কাঠামোতে মাছ, পাখির মতো নানা লোকজ শিল্পকর্মে ছিল বাংলার ঐতিহ্য।   

পরে শোভাযাত্রা শেষে উপজেলা পরিষদ চত্বরে বর্ষবরণ উৎসব করা হয়। অনুষ্ঠানে সঙ্গীত পরিবেশন করেন উপজেলা মহিলা ক্লাবসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা।

এর আগে সকাল ৭টায় উদীচী শিল্পীগোষ্ঠীর আয়োজনে পীরগঞ্জ পূর্ব চৌরাস্তায় গান ও নাচ পরিবেশনের মধ্য দিয়ে বর্ষবরণ উৎসব পালিত হয়। এছাড়াও অঙ্গীকার নাট্যগোষ্ঠীর পরিবেশনায় মঞ্চস্থ হয় পথনাটক।

এ সম্পর্কিত খবর

No stories found.

সর্বাধিক পঠিত

No stories found.
bdnews24
bangla.bdnews24.com