কুড়িগ্রামে অষ্টমীর পুণ্যস্নান ও মেলা

কুড়িগ্রামের চিলমারীতে সনাতন ধর্মাবলম্বীদের অষ্টমীর স্নান ও মেলা অনুষ্ঠিত হয়েছে।
কুড়িগ্রামে অষ্টমীর পুণ্যস্নান ও মেলা

মঙ্গলবার সূর্যোদয়ের পর থেকে শুরু হয়েছে এই স্নান। চলেছে দুপুর পর্যন্ত।

অষ্টমীর মেলায় স্নান করতে আসা দাশেরহাট মডেল উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্র অমিত কুমার হ্যালোকে জানায়, অতীতের অভিশাপ মোচনের জন্য বাবার সাথে স্নান করতে এসেছে।

দিনাজপুর থেকে আসা পরেশ চন্দ্র বলেন, ‘আত্মশুদ্ধি করার জন্যে সাত বছর ধরে এখানে স্নান করতে আসি।’

বাংলাদেশ পূজা উযযাপন পরিষদ, চিলমারী উপজেলা শাখার সভাপতি ডা. সলিল কুমার বর্মন জানান, প্রতি বছরের ন্যায় এবারও বাংলাদেশের বিভিন্ন জেলা-উপজেলা ছাড়াও ভারতের সনাতন ধর্মাবলম্বীরা অষ্টমী স্নান করতে এসেছেন।

এ ব্যাপারে চিলমারী থানার এস আই সুকুমার রায় বলেন, ‘অষ্টমীর স্নান ও মেলা উপলক্ষে জনগনের জান মাল নিরাপত্তার জন্য প্রশাসনের পক্ষ থেকে কঠোর নিরাপত্তা ব্যবস্থা নেয়া হয়েছে।’

চৈত্র মাসের শুক্লপক্ষের অষ্টম দিনে এই স্নানটি হয়।

এই দিনে পূণ্যার্থীরা সেলাই বিহীন পোশাক পরে প্রথমে ব্রহ্মপুত্রে নেমে শরীর ভিজিয়ে ভেজা শরীরে নরসুন্দরের কাছে মাথা মুণ্ডণ করেন। স্নান শেষে প্রসাদ খেয়ে সাধু সন্ন্যাসীদের কাছে আশীর্বাদ নেন।

এ সম্পর্কিত খবর

No stories found.

সর্বাধিক পঠিত

No stories found.
bdnews24
bangla.bdnews24.com