কুড়িগ্রামে বিশ্ব অটিজম সচেতনতা দিবস পালিত

দেশের অন্যান্য জায়গার মতো কুড়িগ্রামে বিশ্ব অটিজম সচেতনতা দিবস পালন করা হয়েছে।
কুড়িগ্রামে বিশ্ব অটিজম সচেতনতা দিবস পালিত

অটিজম বিষয়ে সামাজিক সচেতনতা সৃষ্টি ও তাদের অধিকার প্রতিষ্ঠায় রোববার সারা দেশে দিবসটি পালন করা হয়।

দিবসটির এবারের প্রতিপাদ্য-‘স্বকীয়তা ও আত্মপ্রত্যয়ের পথে।’

এ উপলক্ষে কুড়িগ্রাম জেলা প্রশাসন, সমাজসেবা অধিদপ্তর ও স্থানীয় স্বেচ্ছাসেবী সংগঠনগুলো শোভাযাত্রা ও আলোচনা সভার আয়োজন করে।

এছাড়াও স্বেচ্ছাসেবী সংগঠন বাংলাদেশ রেডক্রিসেন্ট সোসাইটি, কুড়িগ্রাম যুব ইউনিটের আয়োজনে শহরের ১০টি শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার্থীদের অটিজম সম্পর্কে সচেতনতা বাড়াতে অটিস্টিক শিশুদের সাথে সদাচরণ এবং দুর্যোগকালীন সময়ে শিশুদের নিরাপত্তা বিষয়ক পরামর্শ সভা অনুষ্ঠিত হয়েছে।

গণমাধ্যমে প্রকাশ, এ দিবসে প্রধানমন্ত্রী শেখ হাসিনা অটিস্টিক শিশুদের সুপ্ত মেধার বিকাশ ঘটাতে তাদেরকে সাধারণ শিক্ষা ব্যবস্থায় একীভূত করার ওপর জোর দিয়েছেন।

রাজধানীতে দশম বিশ্ব অটিজম সচেতনতা দিবসের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি বলেন, ‘এদের সুপ্ত মেধা বিকাশের সুযোগ আমাদের করে দিতে হবে।’ 

এ সম্পর্কিত খবর

No stories found.

সর্বাধিক পঠিত

No stories found.
bdnews24
bangla.bdnews24.com