ওরা ক্ষুদে চিকিৎসক

পরিষ্কার হাত, সুস্থ জীবন ইকো সোশ্যাল ডেভলপমেন্ট অর্গানাইজেশনের (ইএসডিও) আয়োজনে সাউথ এশিয়া রেজাল্ট প্রোগ্রামের আওতায় ঠাকুরগাঁওয়ে ক্ষুদে চিকিৎসক প্রশিক্ষণ দেওয়া হয়েছে।
ওরা ক্ষুদে চিকিৎসক

প্রশিক্ষণ প্রাপ্তরা নিজ-নিজ বিদ্যালয়ের শিক্ষার্থীদেরকে সুস্থ রাখতে কাজ করবে।

জেলার তিনশ ৮১ টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পাঁচ হাজার সাতশ ২৭ জন শিশুকে এই প্রশিক্ষণ দেওয়া হয়েছে।

বিভিন্ন স্কুলের শিক্ষার্থীদের সঙ্গে কথা হয় হ্যালোর।

চতুর্থ শ্রেণিতে পড়ুতা সালমা বলে, “প্রশিক্ষণ নেওয়ার পর থেকে নিজেই এখন সব সময় পরিষ্কার থাকি।

“খাওয়ার আগে সাবান দিয়ে ভালভাবে হাত ধুই, হাতের নখ পরিষ্কার

 করি।”

বক্কর আহম্মেদ নামে পঞ্চম শ্রেণি পড়ুয়া এক শিশু বলে, “আমরা বিভিন্ন নাটকের মাধ্যমে শিশুদের সচেতন করি।”

বিভিন্ন আমরা সব ছাত্র-ছাত্রীদের খাওয়ার আগে বা পরে সাবান দিয়ে ভাল ভাবে হাত ধুয়ে নিতে হবে, তাদের স্বাথ্য পরিষ্কাসহ বিভিন্ন প্রশিক্ষণ নাটকের মধ্যে বুঝিয়ে দেই যেন তারা সব সময় সুস্থ থাকে।

বদীরুল ইসলাম নামে এক প্রধান শিক্ষক বলেন, “আমরা শিশুদের পরিষ্কার থাকতে উৎসাহিত করি।

“তাদের বোঝাই পরিষ্কার থাকলে সুস্থ থাকবে।”

ইএসডিও নির্বাহী পরিচালক ড. মুহম্মদ শহীদ উজ জামান বলেন, “আমরা পহেলা জানুয়ারি ২০১৫ সালে থেকে এ ক্ষুদে ডাক্তার প্রশিক্ষণ কার্যক্রম চালাচ্ছি।”

এ ব্যাপারে উপজেলা শিক্ষা অফিসার লিয়াকত আলী সরকার জানান, এ প্রশিক্ষণের মধ্যে শিক্ষার্থীদের বিদ্যালয়ে উপস্থিতি বৃদ্ধি পাবে, মনযোগ দিয়ে পড়াশোনা করতে পারবে।”

এ সম্পর্কিত খবর

No stories found.

সর্বাধিক পঠিত

No stories found.
bdnews24
bangla.bdnews24.com