মাতৃভাষা দিবসে ফ্রি মেডিকেল ক্যাম্প

সুবিধা বঞ্চিত মানুষের জন্য আর্ন্তজাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার জামুর্কী হাইস্কুলের প্রাক্তন ছাত্রদের উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়।
মাতৃভাষা দিবসে ফ্রি মেডিকেল ক্যাম্প

মঙ্গলবার সকাল ১০ থেকে বিকেল ৪ টা পর্যন্ত চলে ফ্রি মেডিকেল ক্যাম্প।

হৃদরোগ, মেডিসেন ও বাতরোগ বিশেষজ্ঞা ডা. বিশ্বনাথ সাহা হ্যালোকে বলেন, “ভালো দিনে ভালো একটা কাজ করলাম। ভাষা শহীদের সম্মান জানিয়ে মানব সেবার এই আয়োজন।”

মাতুয়াইল শিশু স্বাস্থ্য কেন্দ্রের চিকিৎসক ডা. লিটন চন্দ্র সাহা হ্যালোকে বলেন, অনেক শিশুর পরিবার বেশি ফি দিয়ে চিকিৎসক দেখাতে পারে না। তাদের জন্য এই ক্যাম্প আয়োজন করা।

সরেজমিনে গিয়ে কথা হয় রোগী ও আয়োজকদের সঙ্গে।

চিকিৎসা নিতে আসা ডায়াবেটিসে ভোগা রোগী আছিয়া বেগম (৪০) হ্যালোকে বলেন, “এমনিতে ডাক্তারের ফিস বেশি এজন্য ভালো ডাক্তার দেখাতে পারি না। ডাক্তার ঔষুধ লেখে দিছেন, কিনতে হবে।

পায়ের ব্যথা নিয়ে এসেছেন ৮০ বছরের বৃদ্ধ আব্দুল কদ্দুস।

তিনি হ্যালোকে বলেন, “ঢাকায় ডাক্তার দেখাইছি কোন কাম হয় নাই , অ্যা হন দেখি ডাক্তার কি বলে।”

মায়ের হাত ধরে ডাক্তার দেখাতে এসেছে হাবিবা (৭)। ও কথা না বললেও ওর মা হ্যালোকে বলেন, “ও সড়ক দূর্ঘটনায় মাথায় ব্যথা পেয়েছে। প্রাথমিক চিকিৎসা দেওয়া হলেও টাকার অভাবে চিকিৎসা চালাতে পারছিলাম না।”

হ্যালোর সাথো কথা বলেন জামুর্কী হাইস্কুলের প্রধান শিক্ষক সাদেক আলী মিয়া।

তিনি জানান, আসলে দরিদ্র মানুষের কথা সবাই কম ভাবে, মাতৃভাষা দিবস উপলক্ষে এদের ফ্রি মেডিকেল ক্যাম্প সার্থক হোক। এই উদ্যোগের জন্য তাদেরকে ধন্যবাদ।

এই ধরনের আয়োজন করতে পেরে আয়োজকরা খুশি বলে জানান সংশ্লিষ্টদের একজন।

এ সম্পর্কিত খবর

No stories found.

সর্বাধিক পঠিত

No stories found.
bdnews24
bangla.bdnews24.com