কুড়িগ্রামে সরস্বতী পূজা পালিত

কুড়িগ্রামে সনাতন ধর্মাবলম্বীরা পালন করেছে সরস্বতী পূজা। 
কুড়িগ্রামে সরস্বতী পূজা পালিত

রোববার সকালে কুড়িগ্রাম সরকারি কলেজ, কুড়িগ্রাম সরকারি মহিলা কলেজ, খলিলগঞ্জ স্কুল অ্যান্ড কলেজ, কুড়িগ্রাম সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়সহ শহরের বিভিন্ন মন্দিরে ও বাসা বাড়িতে সরস্বতী পূজা অনুষ্ঠিত হয়। 

সকাল থেকে শিক্ষার্থীরা পূজা মণ্ডপে ভিড় করতে শুরু করে। পূজারী পূজা শেষে সব  শিক্ষার্থীদের পাঠ করান সরস্বতীর প্রণাম মন্ত্র ‘সরস্বতী মহাভাগে বিদ্যে কমললোচনে, বিশ্বরূপে বিশালাক্ষী বিদ্যাংদেহী নমহস্তুতে’।

কুড়িগ্রাম সরকারি কলেজের ছাত্র জয়ন্ত বলেন, ‘বিদ্যা অর্জনের উদ্দেশ্যে মায়ের পূজা অর্চনা করতে এসেছি।’

কুড়িগ্রাম সরকারি উচ্চ বিদ্যালয়ের ছাত্র দেবাশীস কুমার বলেন, ‘ভালো ফলাফলের আশায় মায়ের পূজা করতে এসেছি।’
ধর্মীয় বিধান অনুসারে প্রতি বছর মাঘ মাসের শুক্লপক্ষের পঞ্চমী তিথিতে সাদা রাজহাঁসে চড়ে বিদ্যা ও জ্ঞানদাত্রী দেবী সরস্বতী পৃথিবীতে আসেন।

এ সম্পর্কিত খবর

No stories found.

সর্বাধিক পঠিত

No stories found.
bdnews24
bangla.bdnews24.com