সুকুমার বড়ুয়ার সংবর্ধনা

চট্টগ্রামের রাউজান থানার ইদিলপুর গ্রামে ছড়াকার সুকুমার বড়ুয়াকে সংবর্ধনা দেওয়া হয়েছে।
সুকুমার বড়ুয়ার সংবর্ধনা

শুক্রবার বিকালে শাক্যমুনি বিহার প্রাঙ্গণে এই সংবর্ধনার আয়োজন করা হয়। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় ইদিলপুর প্রাথমিক বিদ্যালয়ের ছাত্র ছিলেন সুকুমার বড়ুয়া।  

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ৬ নং বিনাজুরী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সুকুমার বড়ুয়া, বিশেষ অতিথি সমাজসেবক সংঘপ্রিয় বড়ুয়া ও অন্যরা। 

প্রদীপ  জ্বালিয়ে অনুষ্ঠানের উদ্বোধনের পর গ্রামের ছোট ছোট শিশুরা ছড়াকারের লেখা ছড়া আবৃত্তি করে। ছড়াকারের কন্যা রঞ্জনা বড়ুয়াও বাবাকে নিয়ে লেখা একটি ছড়া পাঠ করেন।  

পরে সুকুমার বড়ুয়া শৈশবের স্মৃতিচারণ করেন।   

চট্টগ্রাম জেলার রাউজান উপজেলার মধ্যম বিনাজুরী গ্রামে ১৯৩৮ সালের ৫ জানুয়ারি জন্ম নেন তিনি। বাবার নাম সর্বানন্দ বড়ুয়া আর মা কিরণ বালা বড়ুয়া।  

দারিদ্র্যের সাথে লড়াই করে আজ ছড়াসম্রাট হয়েছেন। প্রাতিষ্ঠানিকভাবে তিনি ইদিলপুর প্রাথমিক বিদ্যালয়েই দ্বিতীয় শ্রেণি পর্যন্ত পড়েছেন। এরপরে ঝরে পড়েছিলেন। আর সুযোগ হয়নি স্কুলে যাবার।     

ইদিলপুর মৈত্রী পরিষদ এ অনুষ্ঠানের আয়োজন করে। সুকুমার বড়ুয়াকে ফুল ও ক্রেস্ট দিয়ে সংবর্ধনা জানানো হয়।   

এ সম্পর্কিত খবর

No stories found.

সর্বাধিক পঠিত

No stories found.
bdnews24
bangla.bdnews24.com