বিদ্যালয়ের পাশেই ময়লার ভাগাড়

জামালপুরের মুসলিমাবাদ সরকারি প্রাথমিক বিদ্যালয় ও জামালপুর উচ্চ বিদ্যালয়ের পাশে থাকা ময়লার ভাগাড়টির দুর্গন্ধে দুর্ভোগ পোহাতে হচ্ছে শিক্ষার্থীদের।
বিদ্যালয়ের পাশেই ময়লার ভাগাড়

সম্প্রতি সরেজমিনে গিয়ে দেখা যায়, ভাগাড়ের পাশ দিয়ে যাওয়ার সময় বাচ্চারা নাক চেপে রেখেছে।

জামালপুর জিলা স্কুলে পড়ুয়া এক শিক্ষার্থী বলে, "আমি প্রতিদিন খামারবাড়ি থেকে বকুলতলা কোচিং করতে
যাই। প্রতিদিন এই স্কুলের সামনে এলেই নাক চেপে ধরে যেতে হয়।"

মুসলিমাবাদ সরকারি প্রাথমিক বিদ্যালয় সূত্রে জানা যায়, প্রায় দশ বছর ধরে ভাগাড়টি এখানে রয়েছে। দুর্গন্ধের কারণে শিক্ষার্থীরা মাঠে খেলতেও বের হয় না। ক্লাস করতেও কষ্ট হয় শিশুদের।

জামালপুর শহরে এমন আরও কয়েকটি ভাগাড় চোখে পড়ে। যেগুলো বেশিরভাগই ভাঙা। ময়লা পড়ে থাকে পাশের রাস্তায়।

এ নিয়ে হ্যালোর সাথে কথা হয় জামালপুর পৌরসভার প্যানেল-২ এর মেয়র রাজীব সিংহ সাহার সাথে।

তিনি বলেন, "জামালপুরকে পরিচ্ছন্ন রাখতে জামালপুর পৌরসভার কাজ চলছে।

"ইতিমধ্যে 'গ্রিন জামালপুর, ক্লিন জামালপুর নামে' একটা প্রোজেক্ট হাতে নিয়েছে পৌরসভা। এখন জনসচেতনতা বাড়ানোর জন্য কাজ চলছে।"

এসময় তিনি ছয় মাসের মধ্যে পৌরবাসীকে পরিচ্ছন্ন পৌরসভা উপহার দেবেন বলে আশ্বাস দেন।

এ সম্পর্কিত খবর

No stories found.

সর্বাধিক পঠিত

No stories found.
bdnews24
bangla.bdnews24.com