বিএএফ শাহীন কলেজ ঢাকায় তিনদিন ব্যাপী শিশুদের বইমেলা অনুষ্ঠিত হয়েছে।
Published : 22 Mar 2016, 01:54 PM
পাঠক উৎসবের আয়োজনে ও শিশু একাডেমীর সহযোগীতায় চলা এই মেলার সমাপনী ছিল মঙ্গলবার।
কলেজের তরুদ্যান সংলগ্ন এলাকা মুখর ছিল ক্ষুদে পাঠকদের আনাগোনায়। ক্লাসের ফাঁকে ফাঁকে আর টিফিন বিরতিতে অনেকেই মেলায় ঢুঁ মারে।
কমিকস, রুপকথা, কার্টুন থেকে শুরু করে আদর্শলিপি, সাধারণ জ্ঞান, ভৌতিক, ঈশপের গল্পসহ রং বেরঙের স্টিকার বই কিনতে দেখা যায় ক্ষুদে পাঠকদের।
২০ মার্চ রোববার মেলাটি শুরু হয়েছিল।