
বাগেরহাটে নানা আয়োজনে যদুনাথ স্কুল অ্যান্ড কলেজের শতবর্ষ উদযাপন করা হয়েছে।
এই উদযাপন উপলক্ষে প্রতিষ্ঠানটির বর্তমান ও সাবেক শিক্ষার্থীদের উপস্থিতি মিলনমেলায় রুপ নেয়।
বেশ কয়েকটি পর্বে উদযাপন অনুষ্ঠান হয়। কিন্তু সবার আগ্রহের কেন্দ্রবিন্দুতে ছিল বাংলা ব্যান্ড দল ‘জলের গান’।
শতবর্ষ উদযাপন নিয়ে একটি আলোচনা সভাও অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি ছিলেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক।
অন্যদের সঙ্গে আরও উপস্থিত ছিলেন, বাগেরহাট-২ আসনের সংসদ সদস্য শেখ তন্ময়, বাগেরহাটের জেলা প্রশাসক মোহাম্মদ আজিজুর রহমান ও পুলিশ সুপার কে এম আরিফুল ইসলাম।
আলোচনা সভায় সভাপতিত্ব করেন বাগেরহাট সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা রুবাইয়া তাছনিম।
আলোচনা শেষে অতিথিদের উপহার ও সম্মাননা দেওয়া হয়।
এসময় শিক্ষক ও শিক্ষার্থীদের দাবির প্রেক্ষিতে যদুনাথ স্কুল অ্যান্ড কলেজে একটি আধুনিক আইসিটি ল্যাব ও ডিজিটাল লাইব্রেরি স্থাপনের প্রতিশ্রুতি দেন প্রতিমন্ত্রী পলক।
প্রতিবেদকের বয়স: ১৬। জেলা: বাগেরহাট।