সকালে শিক্ষার্থী বিকেলে দোকানি শিশু (ভিডিওসহ)

খুলনার একটি স্কুলে পঞ্চম শ্রেণিতে পড়ে সে।

সংসারের অভাব ঘোচাতে সকাল থেকে বিকেল পর্যন্ত স্কুলের পর বাবার চা-ফলের দোকানে কাজ করতে হয় নাজমুল নামের ১১ বছর বয়সী এক শিশুকে।

খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের সামনের ফুটপাতে বাবার দোকানে বিকেল ৪টার পর থেকেই বিক্রেতার কাজ করে এই শিশু।

তার পুরো নাম মো. নাজমুল। খুলনার একটি স্কুলে পঞ্চম শ্রেণিতে পড়ে সে।

সম্প্রতি হ্যালো ডট বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের সঙ্গে কথা হয় নাজমুলের।

সে জানায়, প্রতিদিন বিকেল ৪টার পর স্কুল থেকে ফিরে, মাঠে না গিয়ে তাকে এখানে আসতে হয়। থাকতে হয় রাত একটা পর্যন্ত।

অভাবের সংসারের এই রুটিনে মানিয়েও নিয়েছে নাজমুল। কাজ করতে কষ্ট হয় কিনা এমন প্রশ্নের জবাবে সে বলে, "আমার কোনো কষ্ট হয় না। আব্বা সকালে আসে তখন আমি স্কুলে থাকি, আমি আসলে সে চলে যায়।"

খুলনার গোবরচাকা এলাকায় ছোট একটা ভাড়া বাড়িতে বাবা-মা আর ভাইবোনের সঙ্গে থাকে নাজমুল। প্রতিদিন দুই থেকে তিন হাজার টাকার বেচাকেনা করে যা আয় হয়, তা দিয়ে সংসার চলে তাদের।

তবে এত কষ্টের মাঝেও সে লেখাপড়ার ওপর থেকে আগ্রহ হারায়নি। নাজমুল বলে, "আমার পড়ালেখা করতে অনেক ভালো লাগে। স্কুল কামাই দেই না কখনও।"

প্রতিবেদকের বয়স: ১৬। জেলা: খুলনা।

এ সম্পর্কিত খবর

No stories found.

সর্বাধিক পঠিত

No stories found.
bdnews24
bangla.bdnews24.com