
বাবা স্ট্রোক করায় স্কুল ছেড়ে দিয়ে কাজে নামতে হয়েছে পটুয়াখালীর বাউফলের নাহিদ নামের এক শিশুকে।
মাত্র ১১ বছর বয়সে সংসারের হাল ধরতে হয়েছে তাকে।
বাউফলের পাল পাড়ার একটি মৃৎশিল্প কারখানায় কাজ করে অসুস্থ বাবার চিকিৎসার খরচ ও সংসার চালায় নাহিদ। বাবা মায়ের বিচ্ছেদ হওয়ায় ছোট থেকে বাবার কাছেই থাকে সে।
সম্প্রতি পাল পাড়ায় হ্যালো ডট বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের সঙ্গে কথা হয় তার।
নাহিদ বলে, "আমি গত এক বছর ধরে এই কারখানায় কাজ করি। সকাল ৯টায় আমার কাজ শুরু হয় এবং ৩টায় শেষ হয়। মাসে সাত হাজার পাঁচশত টাকা বেতন পাই।"
তার বাবা আগে মাছের ব্যবসা করলেও সম্প্রতি স্ট্রোক করায় তা বন্ধ রয়েছে। চোখে স্কুলে পড়ার স্বপ্ন থাকলেও তা হয়ত অধরাই রয়ে যাবে নাহিদের৷
প্রতিবেদকের বয়স: ১৫। জেলা: পটুয়াখালী।