‘অভাবের কারণে ভবিষ্যত নিয়ে শঙ্কায় থাকায় এই কিশোরের বাড়ি উপজেলার উত্তর খাটুরিয়ার গ্রামে।’
Published : 09 Jun 2024, 05:28 PM
দিনমজুরির পাশাপাশি পড়াশোনা করে এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ পেয়েছে নীলফামারীর ডোমার উপজেলার কিশোর ইয়াকুব আলী। এসএসসিতে ভালো ফলাফল করলেও অর্থের অভাবে তার কলেজে পড়া অনিশ্চিত হয়ে পড়েছে বলে জানায় সে।
জানা যায়, বিজ্ঞান বিভাগের ছাত্র ইয়াকুব আলী উপজেলার খাটুরিয়া উচ্চ বিদ্যালয় থেকে এবছর এসএসসি পরীক্ষায় অংশ নেয়।
অভাবের কারণে ভবিষ্যত নিয়ে শঙ্কায় থাকায় এই কিশোরের বাড়ি উপজেলার উত্তর খাটুরিয়ার গ্রামে।
হ্যালো ডট বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে ইয়াকুব বলে, “আমার স্বপ্ন আমি একজন প্রকৌশলী হব। কিন্তু আমার পরিবার আর্থিকভাবে অসচ্ছল। আর্থিক সমস্যার জন্য এখন আমার পরবর্তী শিক্ষাজীবনই অনিশ্চিত।”
আগ্রহ থাকলেও ছেলেকে কলেজে পড়ানোর সামর্থ্য নেই বলেও জানান ইয়াকুবের বাবা আলী হায়দার।
হ্যালোকে তিনি বলেন, “আমার নিজের কোনো জমি নাই। অন্যের জমিতে ঘর করে পরিবার নিয়ে থাকি আর ভ্যান চালিয়ে সংসার চালাই। ছেলের লেখাপড়ার আগ্রহ থাকলেও আমার সামর্থ্য নেই তাকে কলেজে পড়ানোর।”
খাটুরিয়া উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক আ ফ ম জাকারিয়া বলেন, “আর্থিক অনটনের মধ্যে দিয়েও পড়াশোনা করছে ইয়াকুব। এমনও দিন ছিল না খেয়ে স্কুল এসেছিল।”
উপজেলা প্রশাসন থেকে ইয়াকুবকে সহযোগিতা করা হবে বলে জানান ডোমার উপজেলা নির্বাহী কর্মকর্তা নাজমুল আলম।
তিনি বলেন, “তাকে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে এককালীন আর্থিক সহযোগিতা করা হয়েছে। পরবর্তীতে লেখাপড়া চালানোর জন্য প্রয়োজনে আরও সহযোগিতা দেওয়া হবে।”
প্রতিবেদকের বয়স: ১৩। জেলা: নীলফামারী।