দূর্গাপুরে ৫ জনকে জলসিঁড়ি পাঠাগারের সম্মাননা (ভিডিওসহ)

পাঠাগারটি প্রতিষ্ঠার পর থেকেই বার্ষিক অধ্যয়নসভায় কৃতিজনদের সম্মাননা দেওয়া হচ্ছে।

নেত্রকোণায় দুর্গাপুরের গাভিনা গ্রামে জলসিঁড়ি পাঠাগারের বার্ষিক অধ্যয়নসভায় পাঁচজনকে সম্মাননা দেওয়া হয়েছে।

পাঠাগার প্রাঙ্গণে আয়োজিত সভার উদ্বোধন করেন লেখক সেলিম জাহান।

কবিতাব্রতী শামীম আজাদ, রানা নাগ, চিকিৎসাব্রতী গণপতি আদিত্য, গল্পব্রতী কিযী তাহনিন এবং সংবাদব্রতী মুহম্মদ আকবরকে সম্মাননা দেওয়া হয়েছে।

২০১২ সালের ১৬ ডিসেম্বর পাঠাগারটি প্রতিষ্ঠার পর থেকেই বার্ষিক অধ্যয়নসভায় বিভিন্ন ক্ষেত্রে অবদান রাখা কৃতিজনদের সম্মাননা দেওয়া হচ্ছে।

অধ্যয়নসভায় সভাপতিত্ব করেন পাঠাগারটির সভাপতি মানেশ সাহা। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন পাঠাগারের প্রতিষ্ঠাতা সম্পাদক দীপক সরকার।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বীর মুক্তিযোদ্ধা ও নেত্রকোণা জেলা পরিষদের চেয়ারম্যান অসিত সরকার সজল।

অন্যদের সঙ্গে আরও উপস্থিত ছিলেন, লেখক সেলিম জাহান, বীর মুক্তিযোদ্ধা মোজাম্মেল হক বাচ্চু, সংস্কৃতিজন প্রবীর মজুমদার চন্দন, নেত্রকোণা সাহিত্য সমাজের সাধারণ সম্পাদক সাইফুল্লাহ এমরান।

প্রতিবেদকের বয়স: ১৬। জেলা: নেত্রকোণা।

এ সম্পর্কিত খবর

No stories found.

সর্বাধিক পঠিত

No stories found.
bdnews24
bangla.bdnews24.com