নেত্রকোণায় তাপপ্রবাহে জনজীবনে দুর্ভোগ (ভিডিওসহ)

জেলার কৃষি আবহাওয়া পর্যবেক্ষণাগারের ভারপ্রাপ্ত কর্মকর্তা বলছেন, আগামী পাঁচ থেকে সাতদিন বৃষ্টির সম্ভাবনা নেই।

নেত্রকোণা জেলার ওপর দিয়ে বয়ে যাচ্ছে মৃদু তাপপ্রবাহ। প্রচণ্ড গরমে অস্থির জনজীবন। তাপমাত্রা ৩৮ থেকে ৪০ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে উঠা-নামা করছে।

জেলায় গতকাল তাপমাত্রা ছিল ৪০ ডিগ্রি সেলসিয়াস।

নেত্রকোণা কৃষি আবহাওয়া পর্যবেক্ষণাগারের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মামুন হ্যালো ডট বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “এ বছর জেলায় এটিই ছিল রেকর্ড তাপমাত্রা। আজও তাপমাত্রার একই  অবস্থা। আগামী ৫/৭ দিনের মধ্যে বৃষ্টির সম্ভাবনা নেই। তবে ১৬ মে থেকে বৃষ্টির সম্ভাবনা রয়েছে।”

বৈশাখের শেষের দিনগুলোতে চলা এই তাপপ্রবাহে সবচেয়ে বেশি ভোগান্তি পোহাতে হচ্ছে শ্রমজীবী মানুষদের।

তারা জানান, গরমে কাজ করতে বেশ কষ্ট হচ্ছে। জীবিকার তাগিদে বাধ্য হয়েই এই রোদে তাদের বাইরে বের হতে হচ্ছে।

প্রতিবেদকের বয়স: ১৬। জেলা: নেত্রকোণা।

এ সম্পর্কিত খবর

No stories found.

সর্বাধিক পঠিত

No stories found.
bdnews24
bangla.bdnews24.com