মঙ্গলবার পুরস্কার বিতরণের মধ্য দিয়ে শেষ হয় এই আয়োজন।
Published : 15 Jan 2025, 07:13 PM
রংপুরের কাউনিয়ায় ৪৬তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ উদযাপন উপলক্ষে হয়ে গেল দুই দিনব্যাপী বিজ্ঞান মেলা।
সোমবার কাউনিয়া দ্বি-মূখী বালিকা উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে মেলার উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মহিদুল হক।
বিজ্ঞান মেলায় ১৫টি স্টলে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা তাদের তৈরি উদ্ভাবনী প্রকল্প উপস্থাপন করে।
মঙ্গলবার পুরস্কার বিতরণের মধ্য দিয়ে শেষ হয় এই আয়োজন।
জানা গেছে, উপজেলা পর্যায়ে নির্বাচিত প্রতিযোগীরা জেলা পর্যায়ের প্রতিযোগিতায় অংশ নেবে।
প্রতিবেদকের বয়স: ১১। জেলা: কুড়িগ্রাম।