'মাঠ থাকলে মাঠেই খেলতাম' (ভিডিওসহ)

"ইউটিউবে কার্টুন দেখা ছাড়াও ভিডিও গেমস খেলি।"

বাড়ির আশেপাশে কোনো খেলার মাঠ না থাকায় অবসর সময়টা মোবাইল ফোনে গেইম খেলেই কাটায় বলে জানাল হামিম নামের এক শিশু।

খুলনা শহরে পরিবারের সঙ্গে বসবাস করে ১১ বছর বয়সী হামিম হোসেন।

সম্প্রতি হ্যালো ডট বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের সঙ্গে কথা হয় তার। সে জানায়, স্কুল বাদে বেশিরভাগ সময়ই তাকে বাড়িতে থাকতে হয়। সেসময়ে তার বিনোদনের একমাত্র মাধ্যম মায়ের স্মার্টফোন।

হামিম বলে, "ইউটিউবে কার্টুন দেখা ছাড়াও ভিডিও গেমস খেলি।"

যে শৈশবের বিকেলে তার মাঠে খেলার কথা ছিল সেখানে হামিম ডুবে আছে স্মার্টফোনে। এটা যে ইচ্ছাকৃত নয় তা বোঝা যায় হামিমের কথাতেই। খেলার উপযোগী মাঠের অভাবই তাকে ঘরবন্দি করেছে।

হামিম বলে, "আমি ফ্রি ফায়ার, মিনি মিলিশিয়া আর পাবজি গেম খেলি মোবাইলে। কিন্তু মাঠ থাকলে মাঠেই খেলতাম। আমাদের এলাকায় কোনো মাঠ নেই। তাই, ঘরে বসে মোবাইলেই খেলি।"

খুলনা ইসলামিয়া কলেজ এলাকা ঘুরে দেখা যায়, আগে যেসব মাঠে শিশুরা খেলাধুলা করত তার সবখানেই এখন বসত-ভিটা আর কারখানা গড়ে উঠেছে।

স্মার্টফোন ব্যবহারের সময় আর যেন সবকিছুই ভুলে যায় এই শিশু। এমনটাই বলছেন হামিমের মা।

তিনি বলেন, "ছেলে সারাদিন শুধু মোবাইলেই গেম খেলে। তখন পড়াশোনাও করতে চায় না ঠিকমত। আবার খেতেও চায়না কিছু।"

প্রতিবেদকের বয়স: ১৬। জেলা: খুলনা।

এ সম্পর্কিত খবর

No stories found.

সর্বাধিক পঠিত

No stories found.
bdnews24
bangla.bdnews24.com