সরস্বতী পূজা: ‘বিক্রি কম’ পাল পাড়ায় (ভিডিওসহ)

নির্দিষ্ট সময়ে মধ্যেই প্রতিমা প্রস্তুত করতে বাড়ির সঙ্গে প্রতিমা গড়তে হাত লাগিয়েছে ছোটরাও।

মহামারি সঙ্কট কাটিয়ে উঠলেও দ্রব্যমূল্যের ঊর্ধগতির জন্য অনেক জায়গাতেই সরস্বতী পূজা হচ্ছে না বলে জানিয়েছেন সিরাজগঞ্জের উল্লাপাড়ার পৌর শহরের পালপাড়ার প্রতিমা শিল্পীরা।

সম্প্রতি পাল পাড়া ঘুরে দেখা যায়, শিল্পীদের নিপুণ হাতের স্পর্শে তৈরি হচ্ছে সরস্বতী প্রতিমা। তবে প্রতিমা বিক্রি কম বলেই জানালেন তারা।

নিখিল চন্দ্র পাল নামের এক প্রতিমা শিল্পী হ্যালো ডট বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "এবারের পূজা একটু কম। বাড়ির পূজা খুব একটা হচ্ছে না, জিনিস পাতির দামটা একটু বেশি। চলতেছে মোটামুটি।

"আমাদের লাভ এবার কম, কারণ  জিনিস পাতির দাম বেশি। কাস্টমার বেশি আগাচ্ছে না।"

নির্দিষ্ট সময়ে মধ্যেই প্রতিমা প্রস্তুত করতে বাড়ির সঙ্গে প্রতিমা গড়তে হাত লাগিয়েছে ছোটরাও।

বিজয় পাল নামের আরেক প্রতিমা শিল্পী হ্যালোকে বলেন, "আগের বছরের চেয়ে এ বছর প্রতিমা কম বিক্রি হচ্ছে। পূজা টুজা কম আছে, অনেক বাসায়  এবার পূজা নাই।"

মহামারির প্রকোপ কমে যাওয়ায় এ বছর বেচাকেনা ভালো হবে বলে আশা করলেও সে আশা ভঙ্গ হয়েছে প্রতিমা শিল্পীদের।

প্রতিবেদকের বয়স: ১৬। জেলা: সিরাজগঞ্জ।

এ সম্পর্কিত খবর

No stories found.

সর্বাধিক পঠিত

No stories found.
bdnews24
bangla.bdnews24.com