‘ক্রীড়া প্রতিযোগিতায় শিক্ষার্থীরা দৌড়, দীর্ঘ লাফ, ব্যাঙ লাফ, যেমন খুশি তেমন সাজোসহ বিভিন্ন খেলায় অংশ নেয়।’
Published : 01 Feb 2024, 10:52 PM
রাজধানীর শেরেবাংলা নগর সরকারি বালক উচ্চ বিদ্যালয়ে শুরু হয়েছে তিনদিন ব্যাপী বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা।
বুধবার সকালে এই প্রতিযোগিতার উদ্বোধনী অনুষ্ঠান হয়। এতে প্রধান অতিথি ছিলেন মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের পরিচালক মোহাম্মদ বেলাল হোসাইন।
উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. শফিকুর রহমান। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন শিক্ষক তাজুল ইসলাম।
ক্রীড়া প্রতিযোগিতায় শিক্ষার্থীরা দৌড়, দীর্ঘ লাফ, ব্যাঙ লাফ, যেমন খুশি তেমন সাজোসহ বিভিন্ন খেলায় অংশ নেয়।
এসময় শিক্ষক ও অভিভাবকরাও বিভিন্ন ধরনের প্রতিযোগিতায় অংশ গ্রহণ করে।
প্রতিবেদকের বয়স: ১২। জেলা: ঢাকা।