স্কুলে প্রথম বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা, শিক্ষার্থীদের উচ্ছ্বাস (ভিডিওসহ)

অভিভাবকরাও অংশ নেন খেলায়।

খুলনার খালিশপুর কলেজিয়েট গার্লস স্কুলে প্রথমবারের মতো বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।

বহুল কাঙ্ক্ষিত এই প্রতিযোগিতার উদ্বোধন করেন খুলনা অঞ্চলের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বোর্ডের পরিচালক শেখ হারুনুর রশিদ।

প্রতিযোগিতার দ্বিতীয় দিনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা সিটি কর্পোরেশনের মেয়র তালুকদার আব্দুল খালেক।

এদিন অন্যতম আকর্ষণ ছিল 'যেমন খুশি তেমন সাজো' প্রতিযোগিতা। এছাড়াও অভিভাবকরা অংশ নেন খেলায়।

স্কুলের শারীরিক শিক্ষা বিষয়ের শিক্ষক সুমাইয়া সুমি হ্যালো ডট বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "জ্ঞান, মেধা ও মনন বিকাশে খেলাধুলার কোনো বিকল্প নেই।"

স্কুলের অধ্যক্ষ আবু সাইদ মো. মেজবাউল হক হ্যালোকে বলেন, "দুদিন ধরে যে উৎসব অনুষ্ঠিত হয়ে গেল, তা শিক্ষার্থীদের জন্য অত্যন্ত জরুরী, সারাবছরই এটা অনুপ্রেরণা জোগাবে।"

প্রতিযোগিতার সমাপনী অনুষ্ঠানে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়।

প্রতিবেদকের বয়স: ১৪। জেলা: খুলনা।

এ সম্পর্কিত খবর

No stories found.

সর্বাধিক পঠিত

No stories found.
bdnews24
bangla.bdnews24.com