Published : 09 Jun 2024, 07:13 PM
থেমে থেমে হওয়া ভারি বৃষ্টিতে জলমগ্ন হয়ে পড়েছে কুড়িগ্রাম শহর।
রোববার দুপুরে জেলার হাসপাতাল পাড়া, জেলা প্রশাসন কার্যালয়, শিক্ষা অফিস, পাসপোর্ট অফিস, পিটিআই ও মজিদা আর্দশ ডিগ্রী কলেজ এলাকায় হাটু পরিমাণ পানি জমে থাকতে দেখা যায়।
গুরুত্বপূর্ণ এলাকাগুলো পানির নিচে চলে যাওয়ায় ভোগান্তির শিকার হন শহরের বাসিন্দারা।
এ বিষয়ে কুড়িগ্রাম পৌরসভার মেয়র কাজিউল ইসলাম হ্যালো ডট বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “শহরের ড্রেনগুলোতে বৃষ্টির পানি বেশি থাকায় পানি ধীরে ধীরে নামছে। পানি নিষ্কাশনের কাজ চলমান রয়েছে।”
জেলা প্রশাসক মোহাম্মদ সাইদুল আরীফ বলেন, “জলাবদ্ধতা নিরসনে আমরা জনপ্রতিনিধি ও প্রকৌশলীদের নিয়ে কমিটি গঠন করে আজকে মিটিং করেছি। আমরা এই জলাবদ্ধতা সমস্যার স্থায়ী সমাধান নিয়ে কাজ করছি।”
এই দিন জেলার রাজারহাট কৃষি আবহাওয়া অফিস সূত্রে জানা যায়, গত ২৪ ঘণ্টায় জেলায় ১৬১ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে।
প্রতিবেদকের বয়স: ১৪। জেলা: কুড়িগ্রাম।